এসো এক হই, অধিকারের কথাকই

মুহাম্মদ আলী রশীদ আমিরাত প্রতিনিধি: সম্প্রীতি, অধিকার, সমৃদ্ধি, এই মূল নীতি ও উদ্দেশ্য কে সামনে রেখে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত এক কোটি পঞ্চাশ লক্ষের অধিক বাংলাদেশী প্রবাসীদের অধিকার আদায়ের সংগঠন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি শাখার মুসাফফা অঞ্চলে এক পুনর্মিলনী ও আলোচনা সভা সফলভাবে সম্পূর্ণ হলো। ০২ সেপ্টেম্বর ২০২৩, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় আবুধাবির মুসাফফা অঞ্চলের স্থানীয় মুসাফফা সানাইয়া ৩৬ নং ফুল মুন হোটেল হল রুমে জনাব রাশেদ নিজামের সভাপতিত্বে এবং ইলিয়াস অভির সঞ্চালনায় এই পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জনাব জামাল হোসেন ( সাবেক সাংগঠনিক সম্পাদক, সারজাহ অঞ্চল) । অনুষ্ঠানে প্রবাসীদের ন্যায্য দশ দফা দাবী ও অধিকার আদায়, বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ , পাসপোর্ট অফিসের হয়রানি বন্ধ , দূতাবাসের উদাসীনতা এবং দায়িত্বে অবহেলা , ভিসা জটিলতা সহ নানাবিধ ব্যাপারে গুরুত্বপূর্ন বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি জনাব জুয়েল রানা (সাংগঠনিক সম্পাদক, ইউ এ ই কেন্দ্রীয় কার্যনির্বাহী)। এছাড়া বক্তব্য প্রদান করেন জনাব ইলিয়াস অভি (সাধারন সম্পাদক, আবুধাবি শাখা ), এছাড়াও বক্তব্য প্রধান করেন জনাব আলাউদ্দিন আকন্দ – (সাংগঠনিক সম্পাদক, আবুধাবি শাখা) , জনাব এস কে হ্নদয় রানা – (দপ্তর সম্পাদক, আবুধাবি শাখা), জুয়েল আলী – (সহ দ্প্তর সম্পাদক, আবুধাবি শাখা) , জনাব আলমগীর হোসেন – (মানব পাচার ও প্রতিরোধ সম্পাদক, আবুধাবি শাখা), জনাব রাশেল প্রামানিক – (সহ গন যোগাযোগ বিষয়ক সম্পাদক, আবুধাবি শাখা)। পরিশেষে সম্প্রীতি, অধিকার ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ও বিশ্ব শান্তি কামনা করে সমাপনী বক্তব্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত করেন জনাব রাশেদ নিজাম – ( সভাপতি, আবুধাবি শাখা) ।