কুতুবদিয়ায় স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন শীর্ষক কর্মশালা সম্পন্ন

স্বপ্ন সোপান সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ, স্থানীয় পর্যায়ে টেকশই উন্ন অভীষ্ট বাস্তবায়ন গভর্নেন্স ইনোভেশন ইউনিট প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে কুতুবদিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৬জুন) অফিসার্স ক্লাবে দিনব্যাপি টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি)অর্জনে স্থানীয়করণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউএনও দীপক কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক এস,এম সরওয়ার কামাল,উপজেলা পরিষদের চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধূরী.সহকারি কমিশনার ভূমি সুপ্রভাত চাকমা, কুতুবদিয়া উপজেলা আ’লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরী, কৃষি কর্মকর্তা আবু জাফর মোঃ মঈন উদ্দিন,মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মহসীন, মাধ্যমিক শিক্ষা অফিসার রজব আলী, প্রানিসম্পদ কর্মকর্তা লেনিন দে, নির্বাচন অফিসার জামশেদুল ইসলাম সিকদার, ওসি তদন্ত আমিরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার জিল্লুর রহমান, উপজেলা সমবায় অফিসার কামাল পাশা, যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল মতিন, জেলা পরিষদ সদস্য মাষ্টার আহমদ উল্লাহ, উত্তর ধুরুং ইউপির চেয়ারম্যান আ.স.ম শাহরিয়ার চৌধুরী, কৈয়ারবিল ইউপির চেয়ারম্যান জালাল আহমদ, বড়ঘোপ ইউপির প্যানেল চেয়ারম্যান আবুল কালাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছৈয়দা মেহেরুন্নেছা, বড়ঘোপ সিনিয়র ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ মোহাম্মদ ওয়াক্কাস,প্রধান শিক্ষক যথাক্রমে জহিরুল ইসলাম,আনিচুর রহমান, শুক্কুর আলম আযাদ,আবু ইউছুফ, কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস.কে লিটন কুতুবী, মাষ্টার সমীর শীল, সরকারি-বেসরকারি ও এনজিও কর্মকর্তাসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ প্রায় ৮০ জন প্রতিনিধির অংশ গ্রহণের মধ্যদিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে। আলোচনা সভায় কুতুবদিয়া দ্বীপকে পর্যটন বিকাশের উপর গুরুত্ব পায় বেশী,স্থায়ী বেঁড়িবাধ নির্মাণ, কুতুবদিয়া চ্যানেল পারাপারে মান সম্মত ফেরি সার্ভিস চালু, জাতীয় গ্রীড লাইনের বিদ্যুৎ নিশ্চিতকরণ,কুতুবদিয়ার চারপাশে বনায়ন এবং পর্যটকদের জন্য নিরাপদ আবাসন হোটেল-মোটেল জোন গড়ে তোলাসহ আরো গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে আলোচনা করা হয় উক্ত কর্মশালায়।