সৌদি আরবের দুইটি বিমানবন্দরে একযোগে ড্রোন হামলা

সৌদি আরবের দুইটি বিমানবন্দরে একযোগে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের আনসারুল্লাহ সমর্থিত সেনাবাহিনী। আবহা ও জিযান বিমানবন্দরে জঙ্গিবিমানের হ্যাঙ্গারসহ সামিরক অবস্থানে এ হামলা চালানো হয়েছে।

ইয়েমেনের আল-মাসিয়া টেলিভিশনের বরাত দিয়ে ইরানি সংবাদমাধ্যম আইআরআই বুধবার (২৬ জুন) এ খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়েছে, সামরিক বাহিনীর ড্রোন ইউনিট মঙ্গলবার রাতে বিমানবন্দরে হামলা চালিয়েছে। এ বিষয়ে ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, তাদের ড্রোন জঙ্গি বিমানের হ্যাঙ্গার ও কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

ইয়েমেনের বিরুদ্ধে অব্যাহত হামলা এবং সর্বাত্মক অবরোধের পাল্টা জবাব হিসেবে তারা এই আঘাত হেনেছেন বলে ইয়াহিয়া।