রাউজান উপজেলার মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

রাউজান প্রতিনিধিঃ
বাংলাদেশ জমিয়তুল মোদাররের্ছীন রাউজান উপজেলার উদ্যোগে উৎসব মুখর পরিবেশে বার্ষিক মেধাবৃত্তি পরীক্ষা মঙ্গলবার সকাল ১০টা হতে ১ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। মোদাররের্ছীনের সভাপতি অধ্যক্ষ আল্লামা হাফেজ আবু জাফর ছিদ্দিকী ও সেক্রেটারী আল্লামা মুফাচ্ছির মোহাম্মদ ইউনুচ রেজভী জানান, মোদাররের্ছীনের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবছরও রাউজান সদরস্থ দারুল ইসলাম কামিল মাদ্রাসা কেন্দ্রে ৩৩ টি মাদ্রাসার ৪০০ জন ছাত্র-ছাত্রী মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করেন। ৪র্থ ও ৭ম শ্রেণীর এই মেধাবৃত্তি পরীক্ষা সকাল দশটা থেকে শুরু হয়ে দুপুর একটায় শেষ হয়। এতে ৪র্থ শ্রেণীর ২১০ জন ও ৭ম শ্রেণীর ১৯০ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষাকালীন সময়ে পরীক্ষার্থীদের প্রায় ৪ শতাধিক অভিভাবক গেইটের বাইরে অপেক্ষায় ছিলেন নিজ সন্তান কেমন পরীক্ষা দিচ্ছে সে আগ্রহ নিয়ে। ছেলেকে নিয়ে আসা অভিভাবকরা জমিয়তের বৃত্তি আয়োজনে খুবই খুশি। এই সব বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনে মেধা বিকাশে যথেষ্ট ভুমিকা রাখবে বলে তারা মন্তব্য করেন। পরীক্ষাকালীন সময়ে জমিয়তুল মোদাররের্ছীনের উপদেষ্টা পরিষদ ও কার্য্যকরী পরিষদের নেতৃবৃন্দ কেন্দ্র পরিদর্শন করেন। এই সময় উপস্থিত ছিলেন দারুল ইসলাম কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা রফিক আহমদ উসমানী, গহিরা কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক সাবেক জমিয়ত সেক্রেটারী আল্লামা নুরুল মোনাওয়ার চৌধুরী, উত্তরসর্তা গাউছিয়া হাফেজিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আমির আহমদ আনোয়ারী,পুর্বগুজরা মুহাম্মদিয়া মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা আবু মোশতাক আল কাদেরী,অধ্যক্ষ আজিজুল হক, রাউজান মহিলা মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব আবদুল মান্নান চৌধুরী,দারুল ইসলাম মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা মারফাতুন-নূর, সুপার হাফেজ আল্লামা শাহ আলম প্রমুখ। এতে উপস্থিত ছিলেন জমিয়ত সহ-সভাপতি গহিরা কামিল মাদ্রাসার অধ্যাপক এটিএম আবদুল হাই,মাওলানা আবুল হাসেম,অধ্যপক ওসমান গনী,অধ্যাপক নাসির উদ্দিন,মওলানা সিরাজুল ইসলাম ছিদ্দিকী,মাস্টার হারুরশীদ,মওলানা হানিফ উদ্দিন,হিসাব নিরক্ষক মওলানা নাছির উদ্দিন,উপাধ্যক্ষ মাওলানা আবু ছালেহ,সুপার মাওলানা শাহ আলম,সুপার মাওলানা আবু আহাম্মদ, মাওলানা মেজবাহ উদ্দিন প্রমুখ।