চট্টগ্রাম-৬ আসনে আ’লীগের প্রচারণা শুরু, অন্যদল নামেনি এখনও

রাউজান প্রতিনিধিঃ চট্টগ্রাম-৬ রাউজান আসনে আওয়ামী লীগের নির্বাচনী প্রচরনা শুরু বিএনপি ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মাঠে নামেনি এখনো । চট্টগ্রাম -৬ রাউজান আসনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী এবি এম ফজলে করিম চৌধুরী গত ১০ ডিসেম্বর সোমবার রিটানিং অফিসার কার্যলয় থেকে নৌকা প্রতিক বরাদ্ব পাওয়ার পর ১১ ডিসেম্বর মঙ্গলবার সকাল থেকে নৌকা প্রতিকে ভোট চেয়ে প্রচারনায় নেমে পড়েছেন । ১১ ডিসেম্বর আওয়ামী লীগের মনোনিত প্রার্থী এবি এম ফজলে করিম চৌধুরী রাউজান উপজেলার ১২ নং উরকিরচর ইউনিয়নের হারপাড়া, সওদাগর পাড়া, মিরা পাড়া, আবুর খীল, খলিফার ঘোনা, মইশকরম, উরকিরচর এলাকায় দলীয় নেতা কর্মীদের নিয়ে নৌকা প্রতিকে ভোট চেয়ে প্রচারনা শুরু করে । আওয়ামী লীগের মনোনিত প্রার্থী এবি এম ফজলে করিম চৌধুরী উরকিরচর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এলাকার সাধারন মানুষের কাছে নৌকা প্রতিকে ভোট চেয়ে গনসংযোগ করে ও কয়েকটি পথ সভায় এলাকার জনগনের উদ্যোশে বক্তব্য রাখেন । আওয়ামী লীগের মনোনিত প্রার্থী এবি এম ফজলে করিম চৌধুরী পথসভায় বক্তব্য প্রদান কালে বলেন আমি রাউজানকে সন্ত্রাস মুক্ত করেছি। রাউজানের ব্যাপক উন্নয়ন কাজ করেছি । আমার পুর্বে আরো এমপি ছিল তারা রাউজানের কোন উন্নয়ন করেনি । রাউজানের উন্নয়ন কর্মকান্ডকে আরো বেগবান করার জন্য ও রাউজানে বিরাজমান শান্তিকে ধরে রাখার জন্য আবারো রাউজানবাসীর নৌকা প্রতিকে ভোট চাই । উরকির চর ইউনিয়নের নির্বাচনী গনসংযোগ ও পথ সভায় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি চট্টগ্রাম জেলা পরিষদের প্যনেল চেয়ারম্যান কাজী আবদুল ওহাব, উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক আবুল কালাম আজাদ, উত্তর জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, রাউজান উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন আহম্মদ, সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, নুরুল আবছার, রাউজান উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক রাউজান পৌরসভার প্যনেল মেয়র বশির উদ্দিন খান,রাউজান উপজেলা যুবলীগের সভাপতি রাউজান পৌরসভার ২য় প্যনেল মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক উরকির চর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল জব্বার সোহেল, আওয়ামী লীগ নেতা উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন পিপলু সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ্ব উপস্থিত ছিলেন । আওয়ামী লীগের প্রার্থী এবি এম ফজলে করিম চৌধুরী প্রতিক বরাদ্ব পাওয়ার পর পর গতকাল ১১ ডিসেম্বর মঙ্গলবার সকাল থেকে রাউজানের প্রতিটি এলাকায় এবি এম ফজলে করিম চৌধুরীর নৌকা প্রতিকের পোষ্টার সড়কসমুহের গুরুত্বপুর্ণ স্থানে রাশি দিয়ে টাঙ্গিয়ে দিয়েছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা । আওয়ামী লীগের প্রার্থী এবি এম ফজলে করিম চৌধুরী নির্বাচনী প্রচারনায় নেমে গেলে ও গতকাল ১১ ডিসেম্ব্র মঙ্গলবার সকাল থেকে সারাদিন রাউজানের কোন স্থানে বিএনপি প্রার্থী জসিম উদ্দিন সিকদারের নির্বাচনী প্রচারনা করতে দেখা যায়নি । বিএনপির প্রার্থী জসিম উদ্দিন সিকদারের ধানের শীষ প্রতিকের কোন পোষ্টার টাঙ্গানো হয়নি । চট্টগ্রাম – ৬ রাউজান আসনে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী আবদুল আলী ও মাঠে নামেনি । ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী আবদুল আলী ও তার প্রতিক হাতপাখার কোন পোষ্টার টাঙ্গানো হয়নি । চট্টগ্রাম ৬ রাউজান আসনে নির্বাচন কালীন দায়িত্বপ্রাপ্ত ম্যজিষ্ট্রেট রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি জেনায়েদ কবির সোহাগ বলেনম প্রতিক বরাদ্ব পাওয়ার পর আওয়ামী লীগ নির্বাচনী প্রচরনা শুরু করেছে গতকাল থেকে । বিএনপি ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থীরা এখনো মাঠে নামেনি । চট্টগ্রাম -৬ রাউজান আসনে বিএনপির প্রার্থী জসিম উদ্দিন সিকদারকে ফোন করে জানতে চাইলে বিএনপির প্রার্থী জসিম উদ্দিন সিকদার বলেন ধানের শীষ প্রতিক নিয়ে শীঘ্রই রাউজানে প্রচারনা চালানো হবে ।