চট্টগ্রামে শ্রমজীবী মানুষের সমাবেশের মধ্যদিয়ে সরকার পতন আন্দোলন বেগবান হবে

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেছেন, চট্টগ্রামে শ্রমজীবী মানুষের সমাবেশের মধ্যদিয়ে সরকার পতন  আন্দোলন বেগবান হবে। অবৈধ আওয়ামি সরকার শুধু ক্ষমতায় টিকে থাকাতে ১৪-১৫ বছর ধরে ভয়াবহ অত্যাচার নির্যাতন করেছে। প্রশাসনকে ব্যবহার মামলা হামলা নির্যাতন গুম খুন করে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। শুধু তাই নয় দেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে তাদের দলীয় প্রতিষ্ঠানে পরিনত করেছে। দুর্নীতি, লুটপাট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। সরকারী দলের সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি শ্রমজীবী সাধারণ মানুষ পরিবার নিয়ে দিশেহারা। দেশের শ্রমজীবী মেহনতি মানুষ আজ দুবেলা খেতে পায় না। এই লুটেরা, দখলদারের থেকে মুক্তি পেতে হলে ঐক্যবন্ধ আন্দোলনের বিকল্প নেই। দেশের জনগন এক মুহুর্তও আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না।  আগামী ১৬ জুলাই চট্টগ্রামে শ্রমজীবী মানুষের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এইটি শুধু  শ্রমজীবী মানুষের সমাবেশ নয়, এইটি সুবিধা বঞ্চিত নির্যতিত নিপিড়িত মানুষের মুক্তির সমাবেশ । তাই দল মত নির্বিশেষে সকলকে ঐকবন্ধ করে ১৬ জুলাই’র শ্রমজীবী মানুষের সমাবেশ সফল করতে তাঁতী দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

তিনি আজ (বুধবার) ১২জুলাই বিকালে দলীয় কার্যালয়ে দেশ বাঁচাতে শ্রমজীবী মানুষের চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশ সফল লক্ষ্যে চট্টগ্রাম মহানগর তাঁতী দলের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত বক্তব্য রাখেন।

চট্টগ্রাম মহানগর তাঁতী দলের আহবায়ক মনিরুজ্জমান টিটুর সভাপতিত্বে ও সদস্য সচিব মনিরুজ্জমান মুরাদের পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন মহানগর তাঁতী দলের যুগ্ম আহবায়ক সেলিম হাফেজ,আইয়ুব খান, আনোয়ার জাহাঙ্গির, এ কে এম নাজিম উদ্দিন, নেছার আহমদ, ইলিয়াস খান,সদস্য নূর হোসেন রমজান, রমজান আলী মুরাদ, হাজী মোঃ নুরুল আলম, মো. সাদ্দাম হোসেন, মো. লোকমান হোসেন, মোঃ মোস্তফা কামাল, মোঃ সালাউদ্দিন জনি, মো. সুমন, মোক্তার হোসেন, গাজী মোঃ শামসুল হক, বেলাল উকিল, মহিউদ্দীন, মোঃ হাছান প্রমুখ।