লাম্পি স্ক্রীন রোগে আক্রান্ত হচ্ছে গরু ও গরুর বাছুর

শফিউল আলম,রাউজান ঃ চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার বিভিন্ন এলাকায় লাম্পি স্ক্রীন রোগে আক্রান্ত হচ্ছে গরু ও গরুর বাছুর। লাম্পি স্ক্রীন রোগে আক্রান্ত হওয়ার পর গরু ও গরুর বাছুরের শরীরের চামড়ায় গুটি গুটি দাগ হয়ে গরু ও গরুর ভাচুরের চামড়ায় ক্ষত সৃষ্টি হয়েছে । কোরবানীর ঈদের পর থেকে এই রোগ ছড়িয়ে পড়েছে বেশী । আক্রান্ত গরুদের মধ্যে বেশীর ভাগ গরুর বাছুর । লাম্পি স্ক্রীন রোগে আক্রান্ত গরু ও গরুর বাছুর গুলো কে এলাকার কতিপয় হাতুড়ে চিকিৎসককে দিয়ে চিকিৎসার নামে অপচিকিৎসা করে আক্রান্ত গরু ও গরুর বাছুর রোগ থেকে সুস্থ হচ্ছেনা । আক্রান্ত গরু ও গরুর বাছুরকে চিকিৎসা করার জন্য প্রতিদিন এলাকার লোকজন ছুটে আসছে রাউজান উপজেলা প্রাণী সম্পদ অফিসে । আক্রান্ত গরু ও গরুর বাছুদের চিকিৎসা সেবা দিতে হিমশিম থেকে হচ্ছে উপজেলা প্রাণী সম্পদ অফিসের চিকিৎসক ।রাউজানের পশ্চিম রাউজান বড়ুয়া পাড়া এলাকার বাসিন্দ্বা সুপতি বড়ুয়া বলেন, গত তিনদিন আগে তার গরুর বাছুর লাম্পি স্ক্রীন রোগে আক্রান্ত হয়। গতকাল ৪ জূলাই মঙ্গলবার সকালে আক্রান্ত গরুর বাছুরকে রাউজান উপজেলা প্রাণী সম্পদ অফিসে এনে চিকিৎসা করা হয় । রাউজান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জপু চক্রবতী বলেন, কোরবানীর ঈদের পর থেকে এলাকার গরু ও গরুর বাছুর লাম্পি স্ক্রীন রোগে আক্রান্ত হয়েছে বেশী । এপর্যন্ত ৫টি গরু ও ৪৫ টি গরুর বাছুর লাম্পি স্ক্রীন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নেওয়া হয়েছে । এরোগে একটি গরুর বাছুর মারা গেছে । গতকাল ৪ জুলাই মঙ্গলবার একদিনে ২৭ টি গরু ও গরুর বাছুরকে চিকিৎসা দেওয়া হয়েছে । রাউজান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জপু চক্রবতী আরো বলেন, এরোগে আক্রান্ত হলে গরু গরুর বাছুরকে হাতুরে চিকিৎসক দিয়ে চিকিৎসা না করে প্রাণী সম্পদ অফিসে এনে চিকিৎসা দিতে হবে । লাম্পি স্ক্রীন রোগ প্রতিরোধক ভ্যকসিন দিতে হবে। রোগে আক্রান্ত হয়নি এধরনের গরু ও গরুর বাছুরকে ও রোগ প্রতিরোধক ভ্যকসিন দিতে হয়ে । গরু ও গরুর বাছুরদেকে মশা ও মাছির আক্রমন থেকে রক্ষা করতে গোয়ালঘর পরিস্কার পরিচ্ছনতা রাখতে হবে । গোয়াল ঘরে মশারী টাঙ্গিয়ে গরু রাখতে হবে । ডাঃ জপু চক্রবর্তী আরো বলেন রাউজান উপজেলা প্রাণী সম্পদ অফিসে পযাপ্ত ঔষধ না থাকায় আক্রান্ত গরুর জন্য বাইর থেকে ঔষধ ক্রয় করতে হচ্ছে লোকজনকে । লাম্পি স্ক্রীন রোগ ছড়িয়ে পড়ায় তা উধত্বন মহলে জানানো হয়েছে । ঢাকা থেকে একটি টিম আসবে তা অনুসন্দ্বান করতে ।