ক্রিকেটে বাংলাদেশ একদিন বিশ্বকাপ নিজেদের ঘরে তুলবেই-অনুষ্ঠানে মেয়র নাছির
চট্টগ্রামের সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দিন বলেছেন, ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ক্রিকেটকে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গণে উচ্চমাত্রায় উত্তীর্ণ করেছেন। বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় আমাদের জাতীয় ক্রিকেট টিম সাফল্য ও অর্জনের আরেকটি মাইলফলক। এই ক্রিকেটের সঙ্গে বাঙালি জাতির আবেগ-অনুভূতি নিবিড়ভাবে সম্পৃক্ত। তাই গানে ও কবিতায় ক্রিকেট এখন অনুভূতি প্রকাশের শিল্প অনুসঙ্গ। তিনি আজ সকালে নগর ভবনস্থ কে.বি আবদুছ ছত্তার মিলনায়তনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাফল্য ও অর্জনে শুভেচ্ছা এবং ভালবাসা নিবেদনে তরুণ কণ্ঠ শিল্পী, গীতিকার ও সুরকার বখতিয়ার মীম সাদী’র কথা, সুর ও কণ্ঠে বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসর্গিত করে “মারো ছক্কা” শীর্ষক সংগীতের সিডি মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন। তিনি আরো বলেন, ক্রিকেট প্রতিভা অন্বেষণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন শীর্ষ কর্মকর্তা হিসেবে আমি সারা বছরই কাজ করে যাচ্ছি। চট্টগ্রামে একাধিক ক্রিকেট একাডেমী গড়ে উঠেছে। এখানে তামিম ইকবালের মতো অনেক প্রতিভার স্ফুরণ ঘটতে পারে। আমি আশাকরি আমরা একদিন বিশ্বকাপ আমাদের ঘরে তুলবো। “মারো ছক্কা” সংগীত আয়োজনের ¯্রষ্টা বখতিয়ার মীম সাদী অনুভুতি প্রকাশ করে বলেন, মাননীয় মেয়র আ জ নাছির উদ্দিনের উপস্থিতিতে আমার সিডি’র মোড়ক উম্মোচন অনুষ্ঠানের মুহুর্তগুলো আমার জীবনে চির স্মরণীয় হয়ে থাকবে। আমি আগামীতে খেলাধুলা নির্ভর এধরণের সিডি প্রকাশ করে নতুন প্রজন্মকে উৎসাহিত করতে সচেষ্ট হবো। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, নগর আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য হাজী বেলাল আহমেদ, ক্রীড়া সংগঠক আফতাবুর রহমান ফেরদৌস, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আবদুল্লাহ আল মামুন, কবি আসিফ ইকবাল প্রমুখ।