রাউজানে ৫ লাখ গাছের চারা রোপন করা হবে

রাউজান প্রতিনিধি: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চট্টগ্রামের ১৫টি উপজেলায় ২১ লাখ এবং মহানগরীর ৬ রাজস্ব সার্কেলে ২ লাখসহ মোট ২৩ লাখ গাছের চারা রোপণের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।চট্টগ্রাম জেলা প্রশাসকের এ লক্ষ্যকে সামনে রেখে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী এমপির দিক নির্দেশনা মোতাবেক রাউজান উপজেলায় ৫ লক্ষ গাছের চারা রোপণ কার্যক্রম সুষ্টু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।গত ২৫ জুন রবিবার উপজেলা মিলনায়তনে উক্ত সভায় টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদারের সভাপতিত্বে উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল,উপজেলা সহকারী কমিশনার ভুমি রিদুয়ানুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ,উপজেলা কৃষি অফিসার মাসুম কবির,ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান চৌধুরী,মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম,আব্বাস উদ্দিন আহম্মদ,বি এম জসিম উদ্দিন হিরু,লায়ন সাহাবুউদ্দিন আরিফ,ভুপেশ বড়ুয়া, সৈয়দ আবদুল জব্বার সোহেল,প্রিয়তোষ চৌধুরী,নুরুল আবছার বাশি,নিজামউদ্দিন আহম্মদ চৌধুরী,বাবুল মিয়া,রবিন্দ্র লাল চৌধুরী, উপজেলা কৃষকলীগের সভাপতি আলমগীর আলী,সাধারণ সম্পাদক জিয়াউল হক চৌধুরী সুমন সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।