হাসপাতালে কক্সবাজার’র পৌর মেয়র

কক্সবাজার প্রতিনিধি। কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান অসুস্থ হয়ে গতকাল বৃহস্পতিবার ঢাকার গুলশানে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। মেয়র মুজিবুর রহমানের ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। তবে এনজিওগ্রাম পরীক্ষায় হার্ডে কোন ব্লক পাওয়া যায়নি। চিকিৎসকগণ উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। বিষয়টি মেয়র মুজিবুর রহমানের সাথে থাকা তাঁর জ্যেষ্ঠ সন্তান ও কক্সবাজার পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাসান মেহেদী রহমান ঢাকা থেকে নিশ্চিত করেছেন। কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমানের স্বাস্থ্যের অন্যান্য চেকআপ শেষ হলে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রনে আসলে চিকিৎসকদের পরামর্শে শুক্রবার বিকেলে অথবা শনিবার ইউনাইটেড হাসপাতাল থেকে রিলিজ হতে পারেন বলে হাসান মেহেদী রহমান জানান। হাসান মেহেদী রহমান তাঁর পিতা মেয়র মুজিবুর রহমানের দ্রুত সুস্থতার জন্য আল্লাহতায়লার অসীম রহমত এবং সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।