হাটহাজারীতে জাতীয় পুস্টি সপ্তাহ উপলক্ষ্যে পুরুস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন

হাটহাজারী প্রতিনিধি: হাটহাজারীতে জাতীয় পুস্টি সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠিত শিক্ষার্থীদের চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) দুপুরের দিকে জনস্বাস্থ্য পুস্টি প্রতিষ্টানের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। “মজবুত হলে পুস্টির ভিত, স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত ” এই প্রতিপাদ্য বিষয়ে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতার পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত পুরুস্কার বিতরনী সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাঈনুদ্দীন মজুমদার, শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) আশরাফুল আলম সিরাজী, থানার ওসি (তদন্ত) নূরুল আলম প্রমূখ। ডাঃ মাসুদ এর সঞ্চালন অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সোহানিয়া আক্তার বিল্লাহ। এতে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন নাহিদা বিন ইব্রাহিম। উপস্থিত ছিলেন ডাঃ রাশেদুল ইসলাম, ডাঃ উম্মে কিলসুম মিথিলা, গত ৭ জুন থেকে ১৩ জুন সপ্তাহ ব্যাপী পুস্টি সপ্তাহের অনুষ্ঠানে মা সমাবেশ, প্রবীন সমাবেশ, এতিমখানায় পুস্টিকর খাবার বিতরন, পুস্টি বিষয়ক বার্তা প্রচার বিল বোর্ড স্হাপন করা হয়। অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীরা হলেন নাহিদা বিন ইব্রাহিম, জান্নাতুল ফেরদৌস ইভা, জান্নাতুল নাঈমা, জান্নাতুল সাইমা, মোঃ মেজবাহ আরমান, অর্ক চক্রবর্তী, আফনান নাবিল, সিদরাতুল মুনতাহা, আরিশা তাসনিম ও মেহজাবীন সাইফুল জাইয়ান প্রমূখ। সবশেষে উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে ফলদ বৃক্ষের চারাসহ আকর্ষণীয় পুরুস্কার তুলে দেন।