পেকুয়ায় চিংড়ি ঘের মালিককে কুপিয়ে জখম

 

পেকুয়া(কক্সবাজার)প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় পূর্ব শত্রুতার জের ধরে চিংড়ি ঘের মালিক সাইফুল ইসলামকে (৩৫) কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা। এ ঘটনায় অাহত সাইফুল ইসলাম উজানটিয়া ইউনিয়নের পান্নার পাড়া এলাকার মৃত হাবিব উল্লাহ পুত্র। তিনি পেকুয়া সরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বুধবার দিবাগত রাত দেড়টায় উজানটিয়ার পান্নার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অাহত সাইফুল ইসলাম বলেন, ঘটনার রাতে অামি চিংড়ি প্রজেক্টের কাজ শেষ করে বাড়ি ফিরছিলাম। পান্নার পাড়ায় অাসা মাত্র একই এলাকার অাবদু রহিম, নুরুল অাবছার, রুকুন উদ্দিন, রুবেল, নুরুল অাজিম, তাফসীর, শওকত, অাবদুল খালেক ও রিপনসহ অারো কয়েকজন অামার গতিরোধ করে। একপর্যায়ে তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র নিয়ে কুপিয়ে জখম করে। অামার পকেটে থাকা ৬৫ হাজার টাকা ও একটি মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায়। ওই সময় অামার চিৎকারে স্থানীয়রা এগিয়ে অাসলে তারা পালিয়ে যায়।

পেকুয়া থানার ওসি জাকির হোসেন ভূঁইয়া বলেন, এঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।