জিয়াউর রহমান এর সততা দেশ প্রেম ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে জাসাস চট্টগ্রাম মহানগর এর উদ্যোগে আজ (৩ জুন) শনিবার বিকাল ৪ টায় নগরীর চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) মিলনায়তনে “শহীদ জিয়ার কর্মময় জীবন ও রাজনৈতিক দর্শন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর জাসাসের আহ্বায়ক লায়ন এম এ মুসা বাবলু’র সভাপতিত্বে ও সদস্য সচিব মামুনুর রশিদ শিপনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় টিম-২’র সমন্বয়কারী সাংবাদিক আমিনুল ইসলাম। প্রধান অতিথি বক্তব্যে আমিনুল ইসলাম বলেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন আপদ মস্তক সৎ রাষ্ট্রনায়ক। যার সততা দেশ প্রেম ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে। জনগণই ছিল জিয়াউর রহমানের মূল শক্তি। তিনিই একমাত্র স্বাধীন সার্বভৌম ভুখন্ডের স্বপ্ন দেখেছিলেন। তার অবিস্মরণীয় সকল কর্মকান্ড ইতিহাসের পাতায় কালজয়ী স্বাক্ষী হয়ে আছে। আমিনুল ইসলাম বলেন বলেন, আজকে এই কর্তৃত্ববাদী শাসক গোষ্ঠী জিয়াউর রহমানের সকল কৃতিত্ব মুছে ফেলার জন্য ইতিহাস বিকৃত করছে। তারা নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানতে দিচ্ছে না। আলোচলা সভায় উপস্থিত ছিলেন উত্তর জেলা জাসাস এর সাধারণ সম্পাদক আস্রাফ উল্লাহ, চট্টগ্রাম মহানগর জাসাসের যুগ্ম আহ্বায়ক প্রকাশক শেখ জামিল হোসেন, সংগীত পরিচালক সৈয়দ জিয়া উদ্দিন, যুগ্ম আহবায়ক সংগঠক ফজলুর হক মাসুদ, লায়ন আব্দুল মান্নান, জাসাস নেতা মহিউদ্দিন জুয়েল, কন্ঠ শিল্পী আফরোজা বেগম জলি, আমিনুল ইসলাম রিপন, জাসাস নেতা জাহিদ সুমন, আব্দুল হান্নান শিবলী, ইকবাল হোসেন, শ্রমিক নেতা রফিক উদ্দিন জসিম, ছাত্রদল নেতা নাজমুল, কন্ঠ শিল্পী অর্থি ভট্টাচার্য, মোঃ সালাউদ্দিন, রেজাউল করিম আবু প্রমুখ নেতৃবৃন্দ।