রাউজানে লম্পট হাশেমকে ৬ মাসের দন্ড

যৌন হয়রানী, রাউজানে লম্পট হাশেমকে ৬ মাসের দন্ড।

রাউজানের ২নং ডাবুয়া ইউনিয়নের ডাবুয়া সরকালী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর শিশু শিক্ষার্থী ১৯ জুন বুধবার বিকাল ৪টার সময়ে স্কুল ছুটির পর স্কুল থেকে বাড়ীতে যাওয়ার সময়ে ডাবুয়া খেশাল তালুকদার বাড়ীর দক্ষিনে নির্জন সড়ক থেকে লম্পট আবুল হাশেম (২২) শিশু শিক্ষার্থীকে মুখ চেপে ধওের জোর করে টিলার জঙ্গলের দিকে নিয়ে যাওয়ার সময়ে এলাকার লোকজন দেখতে পেয়ে স্থানীয় মেম্বার শীতল শীল ও মিটুশীল, নাজিম উদ্দিন লম্পট আবুল হাশেমকে ধাওয়া করে ধরে ফেলে । তাকে এলাকার লোকজন ধরে রাউজান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যজিষ্ট্রেট জোনায়েদ কবির সোহাগকে ফোন করে বিষয়টি জানায় । উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যজিষ্ট্রেট জোনায়েদ কবির সোহাগ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে লম্পট আবুল হাশেমকে আটক করে উপজেলা নির্বাহী অফিসার জোনোয়েদ কবির সোহাগের বাসভবনে নিয়ে আসে । পরে লম্পট আবুল হাশেমকে ৬মাসের বিনাশ্রম দন্ড প্রদান করে তাকে চট্টগ্রাম জেলা কারাগারে প্রেরন করার নির্দেশ প্রদান করে রাউজান থানার ওসিকে । এলাকার লোকজন জানান লম্পট আবুল হাশেম প্রতিনিয়ত ডাবুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ও ডাবুয়া তারাচরন শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের স্কুলে যাওয়া আসার পথে ইভটিজিং করতো । ডাবুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর এক শিক্ষার্থী জানান গত ১৭ জুন স্কুল থেকে ছুটির পর বাড়ী ফেরার পথে তাকে ও ধরে লম্পট আবুল হাশেম যৌন হয়রানী করে। রাউজান এস আই টুটুন মজুমদার জানান লম্পট আবুল হাশেমের বিরুদ্বে তার স্ত্রীর দায়ের করা নারী ও শিশু নিযার্তন আইনে একটি মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে ।