সিভাসু’তে ‘অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা’ বিষয়ে কর্মশালা সম্পন্ন

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু)  স্টেকহোল্ডারগণের সমন্বয়ে আভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা’ বিষয়ে  এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ১ জুন (বৃহস্পতিবার )  সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: কামাল।   আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. গউজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক (ইটিএল) ও সহযোগী অধ্যাপক ড. মো: আসাদুজ্জামান। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও অভিযোগ প্রতিকার ব্যবস্থা কমিটির ফোকাল পয়েন্ট প্রফেসর ড. মোহাম্মদ মেজবাহ উদ্দিন। টেকনিক্যাল পর্ব শেষে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক (কিউএ) ও সহযোগী অধ্যাপক ড. মো: কাউছার-উল-আলম।   এতে সিভাসু’র শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারী প্রতিনিধি, এমপ্লয়ার প্রতিনিধি ও সাংবাদিক প্রতিনিধিরা কর্মশালায় অংশগ্রহণ করেন। ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্সস সেল (আইকিউএসি) এই কর্মশালার আয়োজন করে।