সাড়ে ৪৬ কোটি টাকার গুরু-শিষ্যের লড়াই আজ

প্রথম আইপিএলে পুরস্কার মূল্য ছিল মোট সাত কোটি কুড়ি লক্ষ রুপি। বিজয়ী দল পেয়েছিলো চার কোটি আশি লক্ষ রুপি। রানার্সআপ দু কোটি চল্লিশ লক্ষ রুপি। এবার আইপিএলের চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দল পাবে মোট সাড়ে ৪৬ কোটি রুপি। যদিও ভারতীয় বোর্ড এখনও ঘোষণা করেনি বিজয়ী এবং বিজিত দলের মধ্যে রুপি কিভাবে ভাগাভাগি হবে। আইপিএলের জনপ্রিয়তা যত বেড়েছে, বছরে বছরে বেড়েছে রুপিও। এবার অরেঞ্জ ও পার্পেল ক্যাপ প্রাপক পাবেন ১৫ লক্ষ রুপি। সব থেকে উঠতি খেলোয়াড় পাবেন কুড়ি লক্ষ রুপি আর টুর্নামেন্টের সব থেকে মূল্যবান খেলোয়াড় বারো লক্ষ রুপি। অর্থাৎ, আজ সন্ধ্যায় আহমেদাবাদের মতেরায় নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুরু-শিষ্যর লড়াইয়ে মোট পুরস্কার মূল্য সাড়ে ৪৬ কোটি টাকা। কিন্তু গুরু-শিষ্য কেন? ভারতীয় ক্রিকেটে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে এই নামেই ডাকা হয়।

ক্যাপ্টেন কুলের ছেড়ে যাওয়া জুতোয় পা গলিয়েছেন গুজরাট টাইটান্সের অধিনায়ক। কয়েক বছর আগেও খেলার স্টাইল অথবা ব্যক্তিগত জীবনচর্চায় হার্দিক ছিলেন বহেমেনিয়াজিমের প্রতীক। মাঠে এবং মাঠের বাইরে বেপরোয়া। মাহেন্দ্র সিং ধোনি ভারতীয় ক্রিকেট দল থেকে অবসর নিতেই হার্দিক নিজেকে পাল্টে ফেলেন। মাঠে এবং মাঠের বাইরে ধোনিকে অনুসরণ করা শুরু করেন। ক্যাপ্টেন কুলের কনিষ্ঠ সংস্করণ হয়ে ওঠেন হার্দিক। তাই, তাঁরা ক্রিকেটের গুরু-শিষ্য। মতেরা স্টেডিয়ামে এই গুরু-শিষ্যর দলের লড়াই আজ। আজকের আইপিএল ফাইনালে আগে কিংবা পরে যখনই বল করুন, ধোনির লক্ষ্য হবে দুর্দান্ত ফর্মে থাকা শুভমান গিলের উইকেটটি নেয়া। দশবার আইপিএল ফাইনাল খেলা ধোনির দলের সামনে কাঁটা হতে পারেন এই শুভমানই। ধোনির বোলিং আরমারি অবশ্য যথেষ্ট শক্তিশালী- মোহাম্মদ শামি আছেন, আছেন থিকসানা, রাশিদ খান রাও। আসলে খাতায় কলমে দুটি দলই শক্তিশালী। তাই রোববার আইপিএল ফাইনাল অবশ্যই ক্লাস অব দ্য টাইটান্স। মতেরাতে কি ধোনির শেষ ম্যাচ? যদিও ধোনি জানিয়েছেন যে ভাবার জন্য কয়েক মাস সময় হাতে আছে। কিন্তু যদি রোববারের ম্যাচ যেতেন আবেগ আপ্লুত ধোনি কি অন্যরকম কোনো সিদ্ধান্ত নিতে পারেন? আইপিএল ফাইনালের পাশাপাশি এই বিষয়টি নিয়ে চর্চা কিন্তু কম নয়। ফাইনাল আর কয়েক ঘণ্টা পড়ে। বাতাসে এখন বারুদের গন্ধ। মহারণের ইঙ্গিত। আইপিএল মানেই তো যুদ্ধ। এই যুদ্ধে জয়ী হয়ে শেষ হাসি হাসবে কে- গুরু না শিষ্য!