বাসচাপায় নারী নিহত

চট্টগ্রাম নগরের টাইগারপাস মোড়ে বাসচাপায় কাজলী সাহা (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ জুন) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাজলী সাহা চাঁদপুর সদরের মুখার্জী গ্রামের কনাই সাহার স্ত্রী।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. আমির বলেন, বাসচাপায় আহত কাজলী সাহা নামে এক নারীকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

১০ নম্বর রোডের একটি বাস তাকে চাপ দিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।