মিরসরাইয়ে অগ্নিকান্ডে ৫ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে অগ্নিকান্ডে ৫ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। মঙ্গলবার (১৮ জুন) সকালে উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট বাজারে সকাল সাড়ে ১০ টায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। আগুনে ১টি কাঠের দোকান, ১টি চায়ের দোকান, ১টি মুদির দোকান, টার্কি মুরগী, কবুতর বিক্রির দোকান সহ ৫টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৫লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিরসরাই স্টেশন অফিসার তানভির আহমেদ জানান, মঙ্গলবার সকালে আগুন লাগার খবর পেয়ে ২টি অগ্নিনির্বাপক গাড়ি পাঠানো হয়। দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।