রাঙ্গুনিয়ায় অপহরন হওয়া নাবালিকা স্কুল ছাত্রী হাটহাজারী থেকে উদ্ধার: অপহরণকারী গ্রেফতার

 মো.আলাউদ্দীন,হাটহাজারীঃ চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে অপহৃত ১৬ বছর বয়সী নাবালিকা (১৬) দশম শ্রেণির এক ছাত্রীকে হাটহাজারী থেকে উদ্ধার ও মূল অপহরণকারী মোঃ রাকিব(২২) কে গ্রেফতার করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম। মঙ্গলবার (২৩ মে) সন্ধ্যার দিকে র‌্যাব-৭ অপহৃতা কে উদ্ধার এবং অপহরণকারী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ২১ মে শনিবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল উপজেলার কোয়াইশ এলাকা হতে তাকে গ্রেফতার করে। র‌্যাবের হাতে গ্রেফতার হওয়া রাকিব রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনার খোরশেদ আলমের পুত্র। জানা গেছে, অপহৃত ভিকটিম ১৬ বছর বয়সের কিশোরী এবং রাঙ্গুনিয়ার একটি স্কুলে দশম শ্রেণির ছাত্রীকে প্রতিবেশী মোঃ রাকিব তাকে প্রায় সময়ই স্কুলে আসা যাওয়ার পথে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করত। বিষয়টি ভিকটিম তার পিতাকে জানালে ভিকটিমের পিতা বিষয়টি রাকিব এর বাবা-মা ও তার নিকটাত্মীয়দের অবগত করেন। এতে রাকিব ক্ষিপ্ত হয়ে ভিকটিম এর পিতাকে হুমকি দেয় যে, সে যেকোন সময় তার মেয়েকে অপহরণ করে নিয়ে যাবে।পরবর্তীতে গত ১৬ মে ২০২৩ ইং তারিখ সকাল আনুমানিক সাড়ে ৯ টার দিকে ভিকটিম এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের উদ্দেশ্যে বাড়ী হতে বের হয়ে রাঙ্গুনিয়া সরকারী কলেজ গেইট এর সামনে পৌঁছলে পূর্ব পরিকল্পিতভাবে আসামী রাকিব এবং তার ৪/৫ জন সহযোগী ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করে একটি সিএনজি যোগে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম পরীক্ষা শেষে সময়মত বাসায় না ফেরায় ভিকটিমের বাবা আত্মীয় স্বজনদের বাসাসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে গত ১৭ মে বুধবার রাঙ্গুনিয়া থানায় একটি সাধারণ ডায়রী দায়ের করেন যার জিডি নং-৬৫২ এবং র‌্যাব-৭, চট্টগ্রাম বরাবরও একটি অভিযোগ দায়ের করেন। পরে র‌্যাব-৭ এর একটি টিম গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে উল্লেখিত স্থান থেকে তাকে গ্রেফতার করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেন। হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মো.রুহুল আমিন সবুজ গ্রেফতারের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত রাকিব কে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।