মুজিববর্ষ উপলক্ষে কাপ্তাইয়ে ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় ‘ শীর্ষক সেমিনার

মুজিববর্ষ ২০২০ উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় “ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়”‘ শীর্ষক এক সেমিনার মঙ্গলবার (১৮ জুন) কাপ্তাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল এতে সভাপতিত্ব করেন। সেমিনারে কাপ্তাই থানার অফিসার্স ইনচার্জ সৈয়দ মোঃ নুর, উপজেলা শিক্ষা কর্মকর্তা খুরশীদুল আলম চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, উপজেলা আইসিটি কর্মকর্তা সলিল চাকমা, তথ্য কর্মকর্তা মোঃ হারুন, কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, বড়ইছড়ি কর্নফুলি নুরুল হুদা কাদেরী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়াসহ সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, জনপ্রতিনিধি এবং উপজেলা ও ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। সেমিনারে বক্তাগন বলেন, ২০২০ সালের ১৭ মার্চ হতে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত মুজিববর্ষ পালন করা হবে। বক্তাগন আরো বলেন, ইতিমধ্যে বাংলাদেশ তথ্য প্রযুক্তি খাতে অনেকদূর এগিয়ে গেছে।এরপরও মুজিববর্ষকে সামনে রেখে সরকারের প্রতিটি সেক্টর, শিক্ষাপ্রতিষ্ঠানে তথ্য ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।শিক্ষাপ্রতিষ্ঠানের সকল ছাত্র ছাত্রীদের শতভাগ তথ্য প্রযুক্তির আওতায় আনতে হবে। সরকারি সমস্ত টেন্ডার প্রক্রিয়া ই- টেন্ডারের আওতায় আনতে হবে এবং ইন্টারনেটের গতি আরোও বাড়াতে হবে।বক্তাগন বলেন, ইউনিয়ন পরিষদ হতে শুরু হওয়া ডিজিটাল সেবা এখন জনগনের দোরগোড়ায় পৌছে গেছে। সকল সেক্টরের লোকজন এর ব্যবহার সঠিকভাবে কাজে লাগাতে পারলে তবেই সরকারের সুফল জনগন ভোগ করবে এবং মুজিববর্ষ ২০২০ সার্থক ও সফল হবে।