আজাদের মাছ ও মিশ্র ফলের বাগানে সফলতা

শফিউল আলম, রাউজান প্রতিনিধিঃ রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদ হোসেন রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের সাহানগরের পাশে ডাবুয়া ইউনিয়নের হিংগলা মৌজায় ১৬ একর আয়তনের পুকুর জলাশয়ে রুই, কাতলা, মৃগেল, কালিবাউশ,তেলাপিয়া মাছের চাষ করেছেন । মাছ চাষের পুকুর জলাশয়ের পাড়ে ও আঙ্গিনায় গড়ে তুলেছেন মিশ্র ফলের বাগান । এছাড়াও গড়ে তুলেছেন ডেইরী ফার্ম। পৌর কাউন্সিলর আজাদ হোসের মিশ্র ফলের বাগানে বিভিন্ন প্রজাতির আম গাছে তোকায় তোকায় আম ঝুলছে, লেবু গাছে লেবু, লিচু গাছে লিচু, জাম্বুরা গাছে জাম্বুরা,মাল্টা গাছে মাল্টা, ড্রাগন গাছে ড্রাগন. পেপেঁ গাছের ফলন এসেছে । পৌর কাউন্সিলর আজাদ হোসেনের মাছ চাষের প্রকল্প থেকে প্রতি বৎসর উৎপাদিত মাছ বিক্রয় করে আয় হয় ১০ লাখ টাকা। মিশ্র ফলের বাগান থেকে উৎপাদিত পেপেঁ, আম, লেবু, সব্জি ক্ষেত থেকে উৎপাদিত সব্জি বিক্রয় করে প্রতি বৎসর আয় করেন এক লাখ টাকা, মৎস প্রকল্পের পাশে গড়ে উঠা ডেইরী ফার্মে লালন করা গাভী থেকে দুধ বিক্রয় করে আয় হয় প্রতি বৎসর ১ লাখ টাকা, ডেইরী ফার্মে লালন করা গরু বড় করে কোরবানীর সময়ে বিক্রয় করে আয় করেন প্রচুর পমিান টাকা । পৌর কাউন্সিলর আজাদ হোসেন বলেন, মৎস প্রকল্পের মাছ চাষ, মিশ্র ফলের বাগান, সব্জি ক্ষেত, ধান ক্ষেতের চাষাবাদ করে আয়ের টাকা দিয়ে খরচ ও কর্মচারীদের বেতন দিয়ে টাকা বাচেঁ ঐ টাকা দিয়ে নিজের পরিবার পরিজনের ব্যয়ভার বহন করে আসছি। মৎস প্রকল্প, মিশ্র ফলের বাগান, ডেইরী ফার্ম, সব্জি ক্ষেতের চাষাবাদ করে আয়ের টাকা থেকে এলাকার অসহায় দরিদ্র পরিবারদের সহায়তা করেন বলে জানান, পৌর কাউন্সিলর আজাদ হোসেন ।