কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার শপথ গ্রহণ

অপরাহ্নের গনগণে সূর্যকে সাক্ষী রেখে শনিবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া এবং উপ-মুখ্যমন্ত্রী হিসেবে ডি শিবকুমারকে শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল। সাতদিন আগে নির্বাচনে বিজেপিকে পরাস্ত করে কংগ্রেস ক্ষমতায় এসেছিলো। এই সাতদিন ধরে কর্ণাটক দেখেছে সিদ্ধারামাইয়া এবং শিবকুমারের মুখ্যমন্ত্রীর কুরসিতে বসার জন্য তীব্র লড়াই যা বেঙ্গালুরু থেকে দিল্লি পর্যন্ত গড়িয়েছিল। শেষ পর্যন্ত তা সোনিয়া গান্ধীর মধ্যস্ততায় শেষ হয়।

সেই সোনিয়া এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। যেমন ছিলেন মমতা বন্দোপাধ্যায়। কিন্তু তা সত্ত্বেও শপথ গ্রহণের মঞ্চ হয়ে যায় বিজেপি বিরোধী মঞ্চ। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, তাঁর ডেপুটি তেজস্বি যাদব, ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন, সিপিএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, সি পি আই এর সাধারণ সম্পাদক ডি রাজা, এন সি পি নেতা শারদ পাওয়ার, ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আব্দুল্লা শপথ গ্রহণের মঞ্চটিকে কার্যত বিজেপি বিরোধী মঞ্চে পরিণত করেন। রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ছিলেন বিজেপি বিরোধী জোটের তোড়ার গোলাপ হয়ে। বিরাপ্পা মইলি বলেছেন, শপথ গ্রহণ মঞ্চটি হয়ে গেল বিজেপি বিরোধিতার লঞ্চ প্যাড। মইলি বোধহয় ঠিক কথাই বলেছেন।