মঞ্চমুকুট নাট্য সম্প্রদায় এর নতুন প্রযোজনা “মৃনাল এর কথা”

আগামী ৩০ জুন ২০১৯, শনিবার থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রাম, ল্যাবরেটরী হলে মঞ্চমুকুট নাট্য সম্প্রদায়ের ২০তম নতুন প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের “স্ত্রী’র পত্র” অবলম্বনে “মৃনাল এর কথা” সন্ধ্যা ৭.০০ ঘটিকায় মঞ্চস্থ হবে। এটি ১৬ তম প্রদশর্ণী। নাটকটির নির্দেশনায় রয়েছেন সুচরিত খোকন। আলোক প্রক্ষেপনে-মোঃ অলিউর রহমান, আবহ-সীমলী দাশ ও অধ্যাপক জয় প্রকাশ দে। অভিনয়ে আছেন-মহাশ্বেতা দাশ গুপ্ত, ওয়াহিদা পারভীন দৃষ্টি, মৌরিন দাশ, বিরাজ সরকার, গায়িত্রী দে, সিমলী দাশ, ¯েœাহান্বেতা দাশ গুপ্তা, প্রযুক্ত চৌধুরী, রিদায়ন হাসনাত অর্ণব, পার্থ প্রতীম মহাজন, আশুতোষ মজুমদার ও সুচরিত খোকন প্রমুখ।