দায়িত্ব গ্রহণের সময় জানালেন পচেত্তিনো

ইংলিশ ক্লাব চেলসির দায়িত্ব নিতে সম্মতি জানিয়েছেন ৫১ বছর বয়সি আর্জেন্টাইন কোচ মাউরিসিও পচেত্তিনো। কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিক চুক্তি করে এ বিষয়ে বিস্তারিত জানাতে চেয়েছে ক্লাবটি।

নতুন মৌসুমে চেলসিকে ঢেলে সাজানোর পরিকল্পনা হাতে নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে পচেত্তিনোকে কোচ করবে ব্লুজরা। গত ৫ বছরে এ নিয়ে ছয়বারের মতো কোচ পরিবর্তন করতে যাচ্ছে তারা। এদিকে পচেত্তিনো চলতি মৌসুম শেষেই চেলসির কোচের দায়িত্ব নেবেন বলে জানিয়েছেন।

শেষের পথে হাঁটছে ইংলিশ প্রিমিয়ার লিগ। শেষ মুহূর্তে এসে জমে উঠেছে টেবিলের লড়াই। তবে এবারের মৌসুমটা আক্ষেপের হয়ে থাকবে ইংলিশ ক্লাব চেলসির কাছে। মালিকানা পরিবর্তন হয়েছে। মিউজিক্যাল চেয়ার রেসের মতো একের পর এক কোচ বদল করেছে ব্লুজ। তাতে ক্লাবের পারফরম্যান্সে পরিবর্তন আসেনি।

১৯৯৩-৯৪ মৌসুমে তৎকালীন কোচ গ্লেন হডলের অধীনে টেবিলের ১৪তম স্থানে থেকে লিগ শেষ করেছিল চেলসি। সেই দুঃসহ স্মৃতি আরও একবার ফিরে পেল চেলসি সমর্থকরা। এবার ৩৫ ম্যাচ শেষে মাত্র ১১টি জয় নিয়ে টেবিলের ১১তম স্থানে আছে চেলসি।

গ্রাহাম পটারের বিদায়ের পর অন্তবর্তীকালীন কোচ হিসেবে চেলসির দায়িত্ব নেন ক্লাবটির কিংবদন্তি মিডফিল্ডার ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। তবে মাঠের সেরা ফুটবলার সেরা কোচের প্রমাণ দিতে পারেননি। তার অধীনে আট ম্যাচের মধ্যে ৬টিতেই হেরেছে চেলসি। ২০২১ সালের চ্যাম্পিয়ন্স লিগ জয়ীরা লিগ শিরোপা পাশাপাশি ব্যর্থ ইউরোপিয়ান প্রতিযোগিতাতেও।

দলের এমন হতশ্রী পারফরম্যান্সে আগামী মৌসুমের জন্য ঢেলে সাজানোর পরিকল্পনা হাতে নিয়েছেন টড বোহেলি। তাতে কোচিং প্যানেলেও এসেছে বড় পরিবর্তন। মৌসুম শেষেই চেলসির কোচের দায়িত্ব নেবেন মাউরিসিও পচেত্তিনো।
আক্রমণাত্মক কৌশলে ছক কষেই সাফল্য পাওয়ায় বিশ্বাসী ৫১ বছর আর্জেন্টাইন। ২০১৪ সালে ইংলিশ ফুটবলে টটেনহ্যাম হটস্পারের দায়িত্ব নেয়ার আগে সাউদাম্পটনের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন পচেত্তিনো। সেবার আটে থেকে লিগ শেষ করেছিল সাউদাম্পটন। এরপর টটেনহ্যামের দায়িত্ব নিয়ে তাদের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলেছিলেন এ আর্জেন্টাইন।

বরখাস্ত হওয়ার আগ পর্যন্ত টানা চার মৌসুম সেরা চারে থেকেই লিগ শেষ করেছিল টটেনহ্যাম। এরপর পিএসজি অধ্যায় শুরু করেন পচেত্তিনো। সেখানে লিগ শিরোপা জেতালেও প্যারিসিয়ানদের কাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন্স লিগ উপহার দিতে পারেননি। ফলে বরখাস্ত করা হয় তাকে। এরপর থেকে বেকারই দিন কাটাচ্ছিলেন পচেত্তিনো। অবশেষে তার বেকারত্ব ঘোচাল চেলসি। নিজের খারাপ সময় পেছনে ফেলতে চেলসিকে সাফল্য উপহার দিতে চান পচেত্তিনো।