রোববার দুপুরে কক্সবাজার অতিক্রম করতে পারে ‘মোখা’

বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ আগামী রোববার দুপুরে কক্সবাজার ও সিত্তের কাছে কিয়াকপিউ শহরের মাঝ দিয়ে বয়ে যেতে পারে। সেসময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ১৫০-১৬০ কিলোমিটার থাকতে পারে। শুক্রবার ভারতীয় আবহাওয়া বিভাগের সর্বশেষ সংবাদ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, ঘূর্ণিঝড় ‘মোখা’ বাংলাদেশের কক্সবাজার থেকে ১ হাজার ১০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্ব কিলোমিটার দূরে অবস্থান করছে। এটি মিয়ানমারের রাখাইন রাজ্যের রাজধানী সিত্তে থেকে ৯৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছে।
বুলেটিন অনুসারে, ঘূর্ণিঝড়টি খুব সম্ভব উত্তর-উত্তরপূর্ব দিকে সরতে পারে এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে আরও ঘনীভূত হতে পারে।

ঘূর্ণিঝড়টি ভূমিতে আছড়ে পড়ার সময় সাধারণ জোয়ারের তুলনায় ২ মিটার বা ২ দশমিক ৭ মিটার উঁচু জলোচ্ছ্বাস হতে পারে। সেসময় কক্সবাজার ও এর আশেপাশে উপকূলে নিচু এলাকা ডুবে যেতে পারে।