দাবী আদায় না হলে ২৪ মে থেকে ফটিকছড়ির শিক্ষা প্রতিষ্ঠানসমুহে অবিরাম ধর্মঘটের ঘোষণা শিক্ষক নেতৃবৃন্দের

ফটিকছড়ির শাহনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলমের মৃত্যুর ঘটনায় ৮ই মে সোমবার ফটিকছড়ি উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানসমুহে এক দিনের কর্মবিরতি পালন ও উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) ফটিকছড়ি উপজেলা শাখা। উপজেলা পরিষদস্থ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচী অনুস্ঠিত হয়। সংগঠনের সভাপতি সৈয়দ মো. ইউসুফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ আজগর সুমনের সঞ্চালনায় অতিথির বক্তব্য রাখেন,বাংলাদেশ শিক্ষক সমিতি(বিটিএ) কেন্দ্রীয় সহসভাপতি রঞ্জিত কুমার নাথ, চট্টগ্রাম আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক অঞ্চল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল কান্তি মহাজন, চট্টগ্রাম মহানগর সভাপতি নুরুল হক সিদ্দিকী, চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক জাকির হোসেন, হাটহাজারী উপজেলা শাখার সভাপতি ফিরোজ চৌধুরী প্রমুখ। এতে আরো বক্তব্য রাখেন, অধ্যক্ষ সেলিম জাহাঙ্গীর, বটন কুমার দে, অধ্যক্ষ মতুর্জা এনামুল ইকবাল, মো. মফিজুর রহমান, মো. শহিদুল ইসলাম, মো. শাহজাহান, কামরুল হায়দার, মফিজুল আনোয়ার, অধ্যক্ষ এবিএম গোলাম নুর, অধ্যক্ষ মোখলেসুর রহমান, অসীম কুমার চৌধুরী, আইয়ুব আলী, চৌধুরী ইমাম উদ্দিন নুরী, মির্জা বখতেয়ার, গাজী বিল্লাল হোসেন, মো. আব্বাস উদ্দিন, তপন কুমার পালিত, কাজী ফজলুল হক, আব্দুল মোমিন মজুমদার, একরাম উল্লাহ, মহিন উদ্দিন, সৈয়দ আবু মহসিন, আবুল হাসান চৌধুরী, শাহ আলম, আকবর আলী, আশিষ চক্রবর্তী, পল্লবী খাস্তগীর, শামীমা ইয়াছসিন, মনছুর আলম, সৈয়দ মো. বেলাল উদ্দিন, মো. আলী, বিপ্লব বড়ুয়া, শাহ জামাল মজুমদার, আব্দুল বারেক, দিলীপ কুমার, লিটন কুমার দে, মুহাম্মদ শাহজাহান, মো. পারভেজ, গৌবিন্দ দাশ, আব্দুল মালেক, প্রদীপ কুমার রায়, ফারুক হোসেন, মো. ফিরোজ হোসাইন, জয়নাল আবেদীন, মূফতী আহমদ হোসেন, আব্দুর রশীদ, সেলিম চৌধুরী, হাসান ইমাম, সৈয়দা নাছরিন আকতার, কাউছার বেগম, শহিদুল আজম, সৈয়দ নুরুল হুদা, শ্যামল দাশ, মো. মিয়াজান, মো. তৌহিদুল আলম, সৈয়দ মো. আলমগীর, তৌহিদুল আলম, নুর মোহাম্মদ, গিয়াস উদ্দিন চৌধুরী, আব্দুল মোনায়েম, ফোরকান উদ্দিন মান্নান, শামীমুল হাসান, সেলিম উদ্দিন, আবু তৈয়ব, খোকন দাস, রাখাল চন্দ্র নাথ, বিকাশ চন্দ্র বড়ুয়া, আবু তাহের নঈমী, মো. মোস্তফা, খোরশেদ আলম, কাজী মাহতাব হোসেন, মজিবুর রহমান, নাছির উদ্দিন আহমদ, কবির আহমদ, রুপন কুমার নাথ, মাওলানা আলতাফ হোসেন নুরী, বেলাল উদ্দিন আকাশ প্রমুখ। ফটিকছড়ি উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা এ কর্মসূচীতে অংশ নেন। পূর্বাহ্নে নেতৃবৃন্দ ফটিকছড়ির সাংসদ, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নিবার্হী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং বিকালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর সুযোগ্য চেয়ারম্যান ও বিদ্যালয় পরিদর্শক বরাবরে স্মারক লিপি প্রদান করে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) এর কেন্দ্রীয়, চট্টগ্রাম অঞ্চল,জেলা ও ফটিকছড়ি উপজেলার নেতৃবৃন্দ