মালয়েশিয়ায় গাউসিয়া কমিটির ঈদপুণর্মিলনী ও আলোচনা সভা

গাউসিয়া কমিটি বাংলাদেশ মালয়েশিয়া শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ মে) সন্ধ্যায় কুয়ালালামপুরের কেপংয়ের একটি সুরাওতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুহাম্মদ আনোয়ার হোসাইন। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, ইউনিভার্সিটি অব মালায়ার পিএইচডি গবেষক মাওলানা মুহাম্মদ হোসাইন আজহারী। হাফেজ ইসমাইল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মামা সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা ইমদাদুল হক সবুজ, বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি নেতা নাজমুল ইসলাম বাবুল, কবি জাহাঙ্গীর ও জাকির হোসাইন। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গাউসিয়া কমিটি বাংলাদেশ মালয়েশিয়া শাখার সহ সভাপতি মুহাম্মদ রফিক, নাঈম উদ্দিন, গোলাম মোস্তফা, টুকু সরদার, তারেক চৌধুরী, জামাল, ইব্রাহিম টিপু, সোহেল, জাকারিয়া, তাজ উদ্দিন প্রমুখ। আলোচনা সভায় বক্তারা আহলে সুন্নাত ওয়াল জামাআত আদর্শে পরিচালিত একমাত্র তরিকত সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশের কার্যক্রমকে মালয়েশিয়ার সর্বত্রে ছড়িয়ে দিয়ে দ্বীন ও মাজহাব মিল্লাতের খেদমতকে আরও বেগমান করার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়া সুন্নীয়ত ও ত্বরীকতের দায়িত্ব পালনে, মাদরাসা, আনজুমান এবং মুর্শিদে বরহক্বের নির্দেশের প্রতি আস্থাশীল এবং মুর্শিদের বাতলানো পথে নিবেদিত হয়ে নবী প্রেমিক এবং খোদাপ্রাপ্তির পথ সুগম করার অনুশীলনে নিরলসভাবে এগিয়ে চলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরে, দেশ ও প্রবাসের সকল মুসলিম উম্মাহ’র জন্য দোয়া ও মোনাজাত করা হয়।