বঙ্গোপসাগরে লঘুচাপ, রূপ নিতে পারে শক্তিশালী ঝড়ে

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যেটি ক্রমে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার (৮ মে) সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এই লঘুচাপ পরে নিম্নচাপেও রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

লঘুচাপটি শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপ, গভীর নিম্নচাপ এবং শেষে ঘূর্ণিঝড় ‘মোখা’য় রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। তবে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে কোন্ দিকে যাবে, তা এখনও স্পষ্ট নয়।

এদিকে ঝড়ের পূর্বাভাসের মধ্যেই দেশের বিভিন্ন এলাকায় নতুন করে শুরু হয়েছে তাপপ্রবাহ। গরমে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। সোমবার তাপমাত্রা আরও বাড়তে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

এর আগে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান সাংবাদিকদের জানান, মে মাসে গরমের পাশাপাশি সাধারণত ঝড়বৃষ্টিও দেখা যায়। আগামী কয়েক দিন এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে।