টেস্টে হোয়াইটওয়াশের পর ওয়ানডে সিরিজেও জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল।
রবিবার ক্যারিবীয়দের বিপক্ষে ৫ উইকেটে জিতেছে টাইগাররা। মিরপুর স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করে ৯ উইকেটে ১৯৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৩৫.১ ওভারে ৫ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় তারা।
প্রথমে ব্যাট করা সফরকারী উইন্ডিজ নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৫ রানেই থেমে যায়। জবাবে ৩৫.১ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা।
শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ের পাঠান উইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল। বাংলাদেশ সময় দুপুর ১ টায় শুরু হয় ম্যাচটি।
১৯৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইনজুরি ফেরত তামিম ইকবাল সুবিধে করতে পারেননি। ব্যক্তি ১২ রান করে তিনি রোস্ট চেজের বলে বিদায় নেন। পরের ওভারেই ওশানে থমাসের করা বলে সরাসরি বোল্ড হন ইমরুল কায়েস।