ঋণখেলাপি থেকে সুরক্ষার আবেদন ভারতীয় বিমান সংস্থা গো ফার্স্টের

ঋণখেলাপি সুরক্ষার জন্য আবেদন করেছে ভারতের বেসরকারি বিমান সংস্থা ‘গো ফার্স্ট’। পরবর্তীতে তারা তিনদিন সবরকম ফ্লাইট বাতিল করেছে। গো ফার্স্ট বলেছে, এর ফলে যেসব ভোক্তা বা কাস্টমার ক্ষতির মুখে পড়বেন তাদের অর্থ পুরোটাই ফেরত দেয়া হবে। ২০১৯ সালে জেট এয়ারওয়েজ পথে বসে যায়। তারপর এই প্রথম বড় কোনো ভারতীয় বিমান সংস্থা নিজেদের দেউলিয়া ঘোষণা করে আবেদন করেছে। এই বিমান সংস্থার ইঞ্জিনের প্রস্তুতকারক যুক্তরাষ্ট্রের প্রাট অ্যান্ড হুইটনি। বিমান সংস্থাটির বহু বিমান গ্রাউন্ডেড বা রানওয়েতে অবস্থান করছে। এর জন্য ওই ইঞ্জিন প্রস্তুতকারককে দায়ী করেছে ‘গো ফার্স্ট’। তারা এক বিবৃতিতে বলেছে, প্রাট অ্যান্ড হুইটনি যেসব ইঞ্জিন সরবরাহ দিয়েছে তার মধ্যে ক্রমবর্ধমান সংখ্যক অকেজো হয়ে যাচ্ছে। এ কারণে তাদেরকে এমন সিদ্ধান্ত নিতে হচ্ছে।

গো ফার্স্ট বলেছে, এই সমস্যার কারণে তাদেরকে ২৫টি এয়ারবাস এ৩২০ঞ, যা এই বিমান সংস্থার প্রায় অর্ধেক- তা গ্রাউন্ডেড বা ভূপৃষ্ঠে অচল অবস্থায় রাখতে হচ্ছে। রাজস্ব এবং খরচ মিলিয়ে এতে তাদের প্রায় ১০৮০০ কোটি রুপি ক্ষতি হয়েছে।