দেশের কণ্ঠ পত্রিকার টেকনাফ প্রতিনিধি শামসুদ্দিনের উপর হামলার ঘটনায় মামলা দায়ের

টেকনাফ পৌর এলাকার মাদক সংক্রান্ত সংবাদ প্রকাশের জেরধরে প্রকাশ্য দিবালোকে দূবৃর্ত্ত দল কর্তৃক দৈনিক দেশের কণ্ঠ পত্রিকার টেকনাফ প্রতিনিধি সাংবাদিক শামসুদ্দিনের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে রক্তাক্ত করার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, গতকাল পহেলা মে বিকালে টেকনাফ ষ্টেশন এলাকায় স্বশস্ত্র সন্ত্রাসী হামলার শিকার হওয়া পৌর এলাকার ৫নং ওয়ার্ড অলিয়াবাদের মৃত আবুল হাশিমের পুত্র এবং জাতীয় দৈনিক দেশের কণ্ঠ পত্রিকার টেকনাফ প্রতিনিধি শামসুদ্দিন বাদী হয়ে টেকনাফ মডেল থানায় পৌর এলাকার ১নং ওয়ার্ড নাইট্যং পাড়ার মোহাম্মদ আলীর পুত্র মোঃ শাকিল (২৮), মোঃ সাকিব (২৫), জালিয়া পাড়ার আব্দু ওরফে বাইট্টা আব্দুকে নামীয় এবং অজ্ঞাতনামা আরো ২/৩জনকে পলাতক আসামী করে একটি মামলা দায়ের করা হয়। যার নং-১, তারিখ-০১-০৫-২০২৩ইং। উল্লেখ্য, গত ২৪ এপ্রিল বিকাল সাড়ে পেশাগত দায়িত্ব পালনের জন্য গমনকালে টেকনাফ পৌর এলাকার আবাসিক হোটেল স্কাইভিউ এর সামনে পৌঁছলে আগ থেকে ওঁৎপেতে থাকা উপরোক্ত আসামীদের নেতৃত্বে দূবৃর্ত্ত দল দেখামাত্র উত্তেজিত হয়ে গতিরোধ করে কিল-ঘুষি ও লোহার রড দিয়ে মারতে মারতে রক্তাক্ত করে মাটিতে ফেলে দেয়। তার সাথে থাকা ক্যামেরা ও অন্যান্য উপকরনাদি ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় লোকজন এগিয়ে এলে তাদের ব্যবহৃত একটি মোটর সাইকেল ফেলে পালিয়ে যায়। রক্তাক্ত সংবাদকর্মী শামসুদ্দিনকে উদ্ধার করে লোকজন হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন থাকার কারণে মামলা দায়ের করতে বিলম্ব ঘটে। কর্মরত একজন সংবাদকর্মীর উপর প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসী হামলার ঘটনায় প্রত্যন্ত এলাকায় কর্মরত সংবাদকর্মীদের মনে ক্ষুদ্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। চিহ্নিত দূবৃর্ত্তদের ‌দ্রুত আইনের আওতায় আনার জন্য কর্মরত সাংবাদিকেরা প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন।