লা লিগাকে ‘সস্তা শিরোপা’ দাবি, চটলেন বার্সা কোচ জাভি

সাফল্যের প্রাপ্য স্বীকৃতি না পেলে কার ভালো লাগে? বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজেরও ভালো লাগেনি। ব্লাউগ্রানাদের সাফল্যে মোড়ানো স্প্যানিশ লা লিগার ২০২২-২৩ মৌসুমকে সবচেয়ে ‘সস্তা প্রতিযোগিতা’ দাবি করা হচ্ছে। এতে চটেছেন জাভি।

টানা দ্বিতীয়বারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লীগ থেকে বিদায় নেয় বার্সেলোনা। অবনমিত ব্লাউগ্রানারা ইউরোপা লীগেও সাফল্য পায়নি। কোপা দেল রে’র সেমিতে রিয়াল মাদ্রিদের কাছে বিধ্বস্ত হয়েছে জাভি হার্নান্দেজের দল। ইউরোপিয়ান প্রতিযোগিতা আর কোপা দেল রে এক পাশে রাখলে বার্সেলোনার অর্জনের পাল্লাও কম ভারি না। স্প্যানিশ সুপারকাপ জেতা কাতালানরা লা লিগার দৌড়ে সবার আগে। সোমবার রাতে ঘরের মাঠে জিরোনার সঙ্গে গোলশূন্য ড্র করে লীগ টেবিলের দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধানটা আরও বাড়িয়ে নেয় বার্সেলোনা। ম্যাচ শেষে বার্সা কোচ জাভি হার্নান্দেজ বলেন, ‘টিভিতে একটি অনুষ্ঠান দেখলাম। সেখানে বলছে, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে সস্তা শিরোপা হবে এটি (লা লিগা)।

এতে আমি বিস্মিত ও ক্ষুব্ধ। আমরা এখন মেসি-উত্তর যুগে আছি, এই মৌসুমে অসাধারণ প্রচেষ্টায় শিরোপার কাছাকাছি আছি এবং ছেলেরা নিজেদের সবটুকু উজাড় করে দিচ্ছে।’
লোকে যাই বলুক, স্প্যানিশ লা লিগা জিতলে বড় উদ্যাপনের ঘোষণা দিয়ে রাখলেন জাভি। তিনি বলেন, ‘এই আলোচনা আমার একটুও ভালো লাগেনি। তবে আমাদের এখানে নিয়ন্ত্রণও নেই। আমরা নিজেদের কাজকে মূল্যায়ন করতে পারি। আমরা যদি লা লিগা জিততে পারি, অবশ্যই বড় করে উদ্যাপন করব। বার্সা জিতলে অনেকেই এটাকে গুরুত্ব দিতে চাইবে না, তবে আমাদের কাছে এটি হবে অনেক গুরুত্বপূর্ণ।’

জিরোনার বিপক্ষে গোটা ম্যাচে দাপট দেখিয়েছে বার্সেলোনা। ৬০ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের গোলবারের উদ্দেশ্যে মোট ১৮টি শট নেয় স্বাগতিকরা। বিপরীতে ৪০ শতাংশ বল দখলে রাখা জিরোনা মাত্র ৫টি শট নিয়ে সমর্থ্য হয়। জাভি বলেন, ‘আমরা চেষ্টা করেছি এবং যথেষ্ট ভালো খেলেছি। অনেক সুযোগ তৈরি করেছি। আমি মনে করি, জয়টা আমাদের প্রাপ্য ছিল।’

জাভি বলেন, ‘যদি আমরা শুধু আজকের (জিরোনার বিপক্ষে) ম্যাচ নিয়ে ভাবি, তাহলে ২ পয়েন্ট হারানো একটা উদাহরণ হয়ে থাকবে। আমরা হাইপ্রেসিংয়ে দুর্দান্ত ছিলাম। শুধু ফিনিশিংয়ে ঘাটতি ছিল। আমাদের আত্মসমালোচনা করতে হবে, বেশ কয়েকটি জায়গায় উন্নতি করতে হবে।’

জিরোনার বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করতে না পারায় কি রিয়াল মাদ্রিদকে সুযোগ করে দিলো বার্সেলোনা? এতে কি সংকট তৈরি হতে পারে? কোচ জাভি হার্নান্দেজের উত্তর, ‘লীগে রিয়াল মাদ্রিদের চেয়ে ১৩, অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে ১৫ পয়েন্টে এগিয়ে থেকেও এ ধরনের কথাবার্তা আজগুবি মনে হয়। সংকট শব্দটা আমার কাছে ইতিবাচক মনে হয় না।’