কোস্ট ট্রাস্ট সমৃদ্ধি কর্মসূচি উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত

কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় কোস্ট ট্রাস্ট সমৃদ্ধি কর্মসূচি বাস্তবায়িত সারা দেশের ন্যয় যথাযথ মর্যাদায় উত্তর ধূরুং ইউনিয়নে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে। এ দিবসের “প্রতিপাদ্য বিষয় ছিল বায়ু দূষণ রোধ করি, বাসযোগ্য ভবিষ্যৎ গড়ি” । বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মঙ্গলবার (১১ জুন)সকালে উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদ চত্বর হতে স্থানীয় উত্তর ধুরুং ইউপির চেয়ারম্যান আ.স.ম শাহরিয়ার চৌধুরীর নেতৃত্বে প্রধান প্রধান সড়কে র‌্যালী প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদ মিলনায়তনে স্থানীয় চেয়ারম্যান আ,স,ম শাহরিয়ার চৌধূরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মনছুর রব্বী। উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন,কোস্ট ট্রাস্ট সমৃদ্ধি কর্মসূচির প্রকল্প সমন্বয়কারী মোঃ ফজলুল হক, জাকের হোছাইন এমইউপি, সিরাজুল ইসলাম, আজিজ উল্লাহসহ অনেকে। আলোচনায় সভায় সমৃদ্ধি কর্মসূচির পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন সুপারভাইজার শিক্ষা রিফাত সোলতানা । উক্ত অনুষ্ঠানে যুবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ১নং ওয়ার্ড এর যুব প্রতিনিধি শকিদা বেগম ও ৪নং ওয়ার্ড এর যুব প্রতিনিধি শাহাদাত হোসাইন । সভায় বক্তারা বলেন, আজ বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ দূষনের হাত থেকে পৃথিবীকে রক্ষা করতে প্রতিবছর এইদিবসটি পালিত হয়। বিগত ১৯৭২ সালে জাতিসংঘের মানবিক পরিবেশ সংক্রান্ত আর্ন্তজাতিক সম্মেলনে গৃহিত সিদ্ধান্ত অনুযায়ি বিশ্বের ১০০টির ও বেশি দেশে পরিবেশ দিবস পালন করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, বিশ্বব্যাপী শিল্পায়ন ও নগরায়নের ফলে দিন দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে। মানুষের জীবন জীবিকা নির্বাহে প্রকৃত ও পরিবেশের গুরুত্ব অপরিসীম। তাই পরিবেশকে এই বিপর্যয় থেকে রক্ষা করতে আমাদের দেশের সরকার নদী খনন, খাল খনন সহ নদী,খাল ও পুকুরের পাড়ে বৃক্ষরোপন বাধ্যতামূলক করছে। সাগর ও উপকূল অঞ্চলে সবুজ বেষ্ঠনীর জন্য বৃক্ষরোপন ও ম্যানগ্রোভ বনায়ন করার জন্য আপ্রান চেষ্ঠা করছেন। সরকারের পাশাপাশি আমরা যারা যুবক আছি তাদেরকেও সবুজ বনায়নের জন্য কাজ করতে হবে। উক্ত অনুষ্টানটিতে আকতার আহম্মদ, রিফাত সোলতানা, সেলিম রেজা, শাহিনুর রহমান, মনছুর আলমসহ কোস্ট ট্রাস্টের সকল সহকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজ উন্নয়ণ কর্মকর্তা প্রান্ত সিকদার।