ব্রাজিলে কুড়াল দিয়ে কুপিয়ে চার শিশুকে হত্যা

ব্রাজিলের ব্লুমেন্যু শহরে কুড়াল হামলায় অন্তত চার শিশু নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছে আরও চার জন। দক্ষিণাঞ্চলীয় শহরটির একটি ডে কেয়ার সেন্টারে বুধবার এই সহিংস হামলার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। তাদের সকলের বয়স ৫ থেকে ৭ বছরের মধ্যে।

খবরে জানানো হয়, সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তারে সক্ষম হয়েছে পুলিশ। ঘটনাটি ঘটে ব্রাজিলের সান্তা ক্যাটারিনা প্রদেশে। প্রদেশটির গভর্নর জর্জিনহো মেলো মাইক্রোব্লগিং সাইট টুইটারে হামলাকারীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তার বয়স আনুমানিক ২৫ বছর। হামলার পর সে ডে কেয়ার সেন্টারের দেয়াল টপকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

তবে সেখানে থাকা শিক্ষকরা তাকে আটকে রাখে এবং পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
হতাহত শিশুদের জন্য শোক ও সহমর্মিতা প্রকাশ করেছেন মেলো। তিনি বলেন, যেসব পরিবার এখন গভীর দুঃখে ডুবে আছে, ঈশ্বর তাদেরকে শান্তি দিক। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভাও এই ঘটনায় শোক জানিয়েছেন। টুইটারে তিনি বলেন, একটি পরিবার যখন তার সন্তান বা নাতি-নাতনিকে হারায়, তার চেয়ে বড় যন্ত্রণার আর কিছু নেই।