পাহাড় কেটে মাটি বিক্রি, এক লাখ টাকা জরিমানা

টিলা ও পাহাড় কেটে মাটি বিক্রি করার অপরাধে শহিদুল ইসলাম নামে এক যুবককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত ২টা থেকে ভোর ৪টা পর্যন্ত এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে লোহাগাড়া উপজেলার বিবিবিলা নয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান বলেন, অভিযানে অবৈধভাবে পাহাড় ও টিলা কাটার অপরাধে একটি মামলায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান লোহাগাড়া থানার এস আই রুহুল আমিনের সঙ্গে পুলিশের একটি টিম, স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশ সহযোগিতা করেন।