ইনিংস ব্যবধানে হার এড়াতে আয়ারল্যান্ডের চাই আরও ১২৮ রান

ইনিংস ব্যবধানে হার এড়াতে আয়ারল্যান্ডের চাই আরও ১২৮ রান। অন্যদিকে বাংলাদেশের চাই ৬ উইকেট। বুধবার মিরপুরে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৭/৪ সংগ্রহ নিয়ে দিনের খেরা শেষ করে আয়ারল্যান্ড।

‘জোড়া’ আঘাত সাকিব-তাইজুলের

প্রথম ইনিংসে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার ছিলেন তাইজুল ইসলাম। দ্বিতীয় ইনিংসেও সাফল্য পেতে খুব দেরি হলো না এ বাঁহাতি স্পিনারের। অপর বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান উইকেট পান একেবারে প্রথম ওভারে। আর অল্প ব্যবধানে দুইবার আঘাত হেনে আইরিশ শিবির নাড়িয়ে দেন তাইজুল। ব্যক্তিগত ১ রানে আইরিশ ওপেনার মারে কমিন্সকে এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি। পরে সরাসরি বোল্ড করে সাজঘরে ফেরোন আইরিশ অধিনায়ক ব্যালবার্নিকে। এতে মাত্র ৫.১ ওভারে আয়ারল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৮/৩-এ। ইনিংসের ৬.৩তম ওভারে ফের আঘাত হানেন সাকিব।

এবার উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন কার্টিস ক্যাম্পার। দলীয় সংগ্রহ দাঁড়ায় ১৩/৪-এ।
দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারেই আঘাত সাকিবের

আয়ারল্যান্ডের দ্বিতীয় ইনিংসের একবারে শুরুতেই বল হাতে আঘাত হানলেন সাকিব আল হাসান। ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলে আইরিশ ওপেনার জেমস ম্যাকলামকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন বাংলাদেশ দলের অধিনায়ক।
এর আগে মিরপুর শেরেবাংলা মাঠে আয়ারল্যান্ডের ২১৪ রানের জবাবে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ পৌছে ৩৬৯ রানে। প্রথম ইনিংসে মাত্র ৩ ওভার বল করে উইকেটশূন্য ছিলেন বাঁহাতি স্পিনার সাকিব। অপর বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম নেন পাঁচ উইকেট।