সাবেক এমপি জাপা নেতা কাদের খানের যাবজ্জীবন

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য লিটন হত্যাকান্ডের ঘটনায় অস্ত্র মামলায় প্রধান আসামী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও সাবেক এমপি জাপা নেতা কাদের খানের যাবজ্জীবন দিয়েছেন আদালত। আজ দুপুরে গাইবান্ধার জেলা ও দায়রা জজ দীলিপ কৃুমার ভৌমিক তার আদালতে এই দন্ডাদেশ প্রদান করেন।

পুলিশ জানায় ২০১৬ সালের ৩১ শে ডিসেম্বর এম পি মজ্জুরুল ইসলাম লিটনকে তার নিজ বাড়ি সুন্দরগঞ্জের বামনডাংগায় গুলি করে হত্যা করা হয়। ওইদিন তার বোন মাহফুজা ববি বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশি তদন্তে ওই বেরিয়ে আসে সাবেক এমপি কাদের খানের পিস্তল দিয়ে তাকে হত্যা করো হয়।

পুলিশ নিশ্চিত হয়ে কাদের খানকে গ্রেপ্তার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী লিটনকে হত্যাকান্ডে যে পিস্তলটি ব্যবহার করা হয় সেই পিস্তল টি কাদের খানের। পুলিশ কাদের খানের বাড়ির আঙ্গিনায় মাটি খুড়ে পিস্তল ও গুলি উদ্ধার করে।

দীর্ঘ সাক্ষ্য প্রমাণের পর আজ এই দন্ডাদেশ প্রদান করা হয়। ।