কক্সবাজার প্রতিনিধি। দীর্ঘদিন ক্যান্সারের সাথে লড়ে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থী কক্সবাজার সদরের ঈদগাঁওয়ের শরিফুল ইসলাম। শরিফুল ইসলাম চবি’র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ২য় বর্ষে অধ্যায়নরত ছিলেন। সোমবার ১০ জুন বিকাল ২ টা ৫০ মিনিটের দিকে ঈদগাঁও জাগির পাড়াস্থ তার নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহী—রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (২৩)। তিনি পিতা-মাতা, ভাই বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব রেখে যান। পারিবারিক সূত্রে জানা যায়, কয়েক বছর ধরে মেধাবী ছাত্র শরিফুল দূরারোগ্য ক্যান্সার রোগে ভুগেছিল। দেশ-বিদেশে চিকিৎসা করে কিছুটা উন্নতি হয়েছিল। শেষমেশ সোমবার বিকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একইদিন এশার নামাজের পর মরহুম শরিফুলের নামাজে জানাজা ঈদগাঁও আলমাছিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, মরহুম শরিফুল ইসলাম জাগির পাড়া জামে মসজিদের ইমাম মৌঃ মোহাম্মদ হোসেনের ছেলে এবং ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক মোঃ ইব্রাহিমের ছোট ভাই।