চৌমুহনী স্টেশন রোডে ৫৮টি দোকান পুড়ে ছাঁই

নায়াখালীর বেগমগঞ্জ  উপজেলার বৃহৎ বানিজ্য কেন্দ্র চৌমুহনী স্টেশন রোডে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৫৮টি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়। এতে প্রায় ৮৫ কোটি টাকার ক্ষতি হয়। ঘটনাটি আজ শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও একটি গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা জানান, আজ শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে মনির এন্টার প্রাইজ, আল আমিন কোক্রারিজ, মেলা ক্রোকারীজ, মোস্তাফা ক্রোকারীজ, নোয়াখালী ষ্টোর, একুশ ক্রোকারীজ, আকিজ সিরামিক, জেবি ক্রোকারিজ, আনন্দ ক্রোকারিজ, মা-বাবা ভিডিও, জোনাকী স্টোডিও, সিটি কর্ণার, আল মদিন ক্রোকারিজ, শাপলা আবাসিক হোটেল, পদ্মা আবাসিক হোটেল, সুকোমল হোমিও সহ ৫৮টি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়।

এতে প্রায় ৮৫ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়। সংবাদ পেয়ে চৌমুহনী, মাইজদী, লক্ষ্মীপুর, ফেনী সহ ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৬ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। ঘটনার পর বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ওমর ফারুক বাদশা, চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সল সহ জেলা এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে।

কান্না জড়িত কন্ঠে কয়েকজন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীগণ জানান, অগ্নিকান্ডের ফলে তাদের সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।

অন্য কোন উপায় না থাকায় পরিবার পরিজন নিয়ে দিনাতিপাত করা কঠিন হয়ে পড়বে। এ ক্ষতি কাটিয়ে ওঠা কোন মতেই সম্ভব নয়। তাই সরকারী ভাবে সহযোগীতা করার জন্য আশু হস্তক্ষেপ একান্ত হয়ে পড়েছে।