সোমবার কালুরঘাট সেতু বন্ধ

কালুরঘাট সেতুর উভয় প্রান্তে উচ্চতা প্রতিবন্ধক স্থাপন কাজের জন্য ৬ মার্চ, সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সাময়িক যান চলাচল বন্ধ থাকবে। ৫ মার্চ রবিবার রেলওয়ে পূর্বাঞ্চলের সেতু প্রকৌশলী মো. আবরার হোসেন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানিয়েছেন। ফলে এ সময় মেয়াদোর্ত্তীণ জরাজীর্ণ কালুরঘাট সেতু ব্যবহারীদের বিকল্প পথ ব্যবহার করতে হবে।