রাউজান প্রতিনিধিঃ রাউজানের পুর্বগুজরা ইউনিয়নের আধার মানিক নুনা পুকুর এলকায় যোগীছড়া খাল ভরাট করে পাকা ভবন নির্মান করেছে আধার মানিক আয়েশার বাপের বাড়ীর বাসিন্দ্বা নাসের ও তার ভাই নাজের ।
রাউজান উপজেলার ১০ নং পুর্বগুজরা ইউনিয়নের উত্তর গুজরা এলাকায় কাগতিয়া খাল থেকে শুরু হওয়া যোগিছড়া খাল । যোগীছড়া খালটি উত্তর গুজরা এলাকা হয়ে আধার মানিক নুনা পুকুর পাড় হয়ে আধার মানিক হয়ে মগদাই খালের সাথে মিলিত হয় । যোগীছড়া খাল দিয়ে বর্ষার মৌসুমে বৃষ্টির পানি প্রবাহিত হতো । যোগীছড়া খালের অগ্রভাগে নুনাপুকুর এলাকায় খালটি ভরাট করে পাকা ভবন নির্মান করেন নাসের ও তার ভাই নাজের । খাল ভরাট করে পাকা ঘর নির্মান করায় বর্ষার মৌসুমে বৃষ্টি হলে বৃষ্টির পানি প্রবাহিত হতে প্রতিবন্দ্বকতা সৃষ্টি হয়ে এলাকায় জলবদ্বতা সৃষ্টি হয়ে ফসলী জমিতে ফসল উৎপাদন ব্যহত হয়ে আসছে । অপরদিকে খালের পানি প্রবাহিত হতে না পেরে খালের মধ্যে পানির ঢলের শ্রোতের সাথ আসা মাটি জমে খালটি ভরাট হয়ে যাচ্ছে । খাল ভরাট করে পাকা ভবন নির্মান করা হলে ও সংশ্লিষ্টরা নিরবতা পালন করে আসছে । বর্সার মৌসুমে খালের পানি চলাচল করতে বাধাপ্রাপ্ত হয়ে সৃষ্ট জলবদ্বতায় ফসলী জমির ফসল ও এলাকার মানুষের বসত বাড়ী পানিতে ডুবে গিয়ে হাজার হাজার মানুষকে দুভোর্গ পোহোতে হচ্ছে । একই ভাবে রাউজানের পুর্ব গুজরা ইউনিয়নের আধার মানিক এলাকার বনিছড়ি খালটি ভরাট করে ফেলায় বর্ষর মৌসুমে খাল দিয়ে পানি চলাচলে বাধা সৃষ্টি হয়ে জলবদ্বতা সৃষ্টি হয়ে ফসলী জমির ফসল ও এলাকার মানুষের বসতবাড়ী পানিতে ডুবে গিয়ে এলাকার মানুষকে চরম দুভোর্গ পোহাতে হয় বর্ষার মৌসুমে । রাউজানের পুর্ব গুজরা ইউনিয়নের মেম্বার চন্দ্র সেন বড়–য়া ও আবদুল সালাম বলেন যোগীছড়া খাল ও বনীছড়া খাল ভরাট করে ফেলায় বর্ষার মৌসুমে জলবদ্বতা সৃষ্টি হয়ে হাজার মানুষকে দুভোর্গ পোহাতে হচ্ছে । ফসলী জমিতে সরা বৎসর জলবদ্বতা হয়ে থাকায় ফসল উৎপাদন ব্যহত হয়ে আসছে । যোগিছড়া খাল ভরাট করে পাকা ভবন নির্মানকারী নাসেরের কাছে জানতে চাইলে নাসের বলেন যোগীছড়া খার্লে পাশে ফসলী জমি মাটি দিয়ে ভরাট করে ও খালটি ভরাট করে বসতভিটা তৈয়ার করে নুনাপুতকুর এলাকার এক হিন্দু পরিবার । হিন্দু পরিবারের সদস্যদের কাছ থেকে ভরাট করা বসতভিটা ক্রয় করে আমারা পাকা ভবন নির্মান করেছি । সরকার খালের জায়গা উদ্বার করে খাল খনন করলে আমার আমাদের নির্মান করা পাকা ভবন ভেঙ্গে খালের জায়গা ছেড়ে দিব ।