জর্ডানে আজ ইসরাইল-ফিলিস্তিন আলোচনা

সম্প্রতি ক্রমবর্ধমান সহিংসতা বন্ধের আশা নিয়ে ইসরাইল ও ফিলিস্তিনের নিরাপত্তা ও রাজনৈতিক কর্মকর্তাদের সঙ্গে আজ রোববার বৈঠক আহ্বান করেছে জর্ডান। মুসলিমদের পবিত্র রমজান মাস সমাগত। একে সামনে রেখে এমন সহিংসতা, উত্তেজনা বৃদ্ধির ফলে এ উদ্যোগ নিয়েছে দেশটি। বার্তা সংস্থা রয়টার্স বলছে, কর্মকর্তারা বলেছেন, বহু বছরের মধ্যে প্রথমবারের মতো ইসরাইল ও ফিলিস্তিনের শীর্ষ নিরাপত্তা প্রধানরা লোহিত সাগরের পাড়ে আকাবা বন্দরে একদিনের এই বৈঠকে মিলিত হবেন। এর সঙ্গে আঞ্চলিক গুরুত্বপূর্ণ অংশীদারদের প্রতিনিধিরাও থাকবেন। যোগ দেয়ার কথা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা ব্রেট ম্যাকগার্কের। ওয়াশিংটন এবং আঞ্চলিক অংশীদার মিশরের সঙ্গে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করে এমন উদ্যোগ নিয়েছে জর্ডান।