ইমরান খানকে লিগ্যাল নোটিশ পিপিপির

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। এতে বলা হয়েছে, সম্প্রতি ইমরান খান বলেছেন তাকে হত্যা ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত সাবেক প্রেসিডেন্ট ও পিপিপির সহসভাপতি আসিফ আলি জারদারি। তার এই অভিযোগকে মিথ্যা দাবি করে বলা হয়েছে, এতে পিপিপির বিরাট ক্ষতি হয়েছে এবং দলের সদস্যরা আহত হয়েছেন। আসিফ আলি জারদারি ভীষণ ক্ষুব্ধ এবং মানসিকভাবে হতাশ হয়েছেন। ইমরান খানকে লেখা ওই নোটিশে জারদারি বলেছেন, আপনার বিবৃতিতে শুধু পাকিস্তানেই পিপিপি ক্ষতিগ্রস্ত হয়েছে এমন নয়। সারা বিশ্বেই সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মানহানি হয়েছে। এতে উল্লেখ করা হয়, সন্ত্রাসী সংগঠনগুলোর সঙ্গে জারদারির যোগসূত্র সৃষ্টি করতে এমন ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে। এক্ষেত্রে অন্ধভাবে সত্যের প্রতি অসম্মান দেখানো হয়েছে। জারদারির আইনজীবী বলেছেন, এ জন্য টেলিভিশনে, প্রিন্ট মিডিয়ায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার মক্কেলের কাছে এই নোটিশ দেয়ার ১৪ দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। এর অন্যথা হলে, আমার মক্কেল আইন অনুযায়ী আপনার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন।

কমপক্ষে ১০০০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করবেন।