পাকিস্তানে বাস গিরিখাদে, অগ্নিদগ্ধ হয়ে নিহত কমপক্ষে ৪১

পাকিস্তানে ভয়াবহ বাস দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছেন কমপক্ষে ৪১ জন। রোববার সকালে দেশটির বেলুচিস্তান প্রদেশের লাসবেলা জেলার বেলা এলাকায় ছিনকি’তে বাসটি গিরিখাদে পড়ে যায়। এ সময় তাতে আগুন ধরে যায়। স্থানীয় সহকারী কমিশনার হামজা আনজুম নাদিম বলেছেন, সেখানে উদ্ধার তৎপরতা সম্পন্ন হয়েছে। আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। যেসব মৃতদেহ উদ্ধার করা হয়েছে, তার সবটাই বিগলিত। তাদের শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করা হবে।

যাত্রীবাহী ওই বাসটিতে আরোহী ছিলেন কমপক্ষে ৪৪ জন। কোয়েটা থেকে তা যাচ্ছিল করাচিতে। কিন্তু পথে নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাদে পড়ে যায়।

সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায়। এর ভিতর থেকে যেসব দেহ বের করা হয়েছে, তা শনাক্ত করার মতো নয়। ফলে ডিএনএ পরীক্ষা ছাড়া তাদেরকে শনাক্ত করার কোনো উপায় নেই। অন্যদিকে আহতদের উদ্ধার করে নেয়া হয়েছে লাসবেলা সিভিল হাসপাতালে। শুরুতে তিনি বলেছিলেন, প্রাথমিকভাবে উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হচ্ছিল। কারণ, তখনো ভোরের অন্ধকার ছিল। আর ছিল ভয়ঙ্কর ঠাণ্ডা আবহাওয়া।
ওদিকে পুলিশ বলেছে, বাসটি ঘটনার সময় দ্রুতগতিতে চলছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফলে তা গিরিখাদে পড়ে যায়।