ইরানের অস্ত্র কারখানায় ড্রোন হামলা

ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইস্পাহানে প্রতিরক্ষা বিষয়ক একটি কারখানায় শনিবার দিবাগত রাতে বোমা বহনকারী ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। কর্তৃপক্ষ রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেছে। বলেছে, এতে ওই কারখানার কিছু ক্ষতি হয়েছে। উল্লেখ্য, ইরানকে নিয়ে আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে যখন উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, তখন এই ঘটনা ঘটলো। তবে এই হামলার জন্য সন্দেহভাজন হিসেবে কারো সম্পর্কে কোনো তথ্য দেয়নি ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। একই দিনে দেশটির উত্তরপশ্চিমে একটি তেল পরিশোধনাগারে আগুন ধরে যায়। কাছাকাছি ৫.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে দু’জন মারা গেছেন। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা হামলা প্রতিরোধ করেছে। এতে বলা হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপ চত্বরে ড্রোন ব্যবহার করে ব্যর্থ হামলা চালানো হয়েছে।

এ হামলায় একটি ভবনের ছাদে সামান্য ক্ষতি হয়েছে। কেউ হতাহত হননি।