ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৭ কিলোমিটারে অবস্থিত লাঙ্গলবন্দ সেতুর জরুরি মেরামত কাজ শুরু হয়েছে।
বুধবার (৫ জুন) রাত ৮টার দিকে এ মেরামত কাজ শুরু হয়।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ও মেঘনা সেতুর মাঝামাঝি স্থানে লাঙ্গলবন্দ সেতুর জরুরি মেরামত কাজ বৃহস্পতিবার (৬ জুন) সকাল ৮টা নাগাদ শেষ হবে বলে আশা করছেন প্রকৌশলীরা।
জরুরি মেরামতকালে হাল্কা ও ভারী যানবাহনসমূহকে বিকল্প রুটে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য অফিসার আবু নাছের বিষয়টি নিশ্চিত করেছেন।