লোহাগাড়ায় কৃষি জমির মাটি কাটায় জরিমানা

লোহাগাড়ার আমিরাবাদে আইন অমান্য করে আবাদযোগ্য কৃষি জমির উপরিভাগের মাটি কাটায় মো. জাহেদ হোসেন নামের এক যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার( ১৬ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে পশ্চিম আমিরাবাদের খৈয়ারকুল এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান।

তিনি বলেন, আইন অমান্য করে আবাদযোগ্য কৃষি জমির উপরিভাগের মাটির কাটার অপরাধে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, এ ধরনের বিধি বহির্ভূত কাজ আর করবে না মর্মে অঙ্গীকারনামাও প্রদান করেন তিনি।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।