উখিয়ায় রোহিঙ্গা নেতাকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারে উখিয়া উপজেলার পালংখালী শরণার্থী শিবিরে একদল মুখোশধারীর ছুরিকাঘাতে রশিদ আহমদ (৩৬) নামে এক রোহিঙ্গা নেতা নিহত হয়েছেন। শনিবার (৭ জানুয়ারি) রাত ৮ টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। রশিদ আহমদ ওই ক্যাম্পের ‘এ’ ব্লকের মৃত আবদুল হাকিমের ছেলে। তিনি হেড মাঝির দায়িত্বে ছিলেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, ছুরিকাঘাতের সময় স্ত্রী ও প্রতিবেশীদের চিৎকারে ক্যাম্পের স্বেচ্ছাসেবীরা এগিয়ে এসে আহত রশিদকে উদ্ধার করে। তাকে এমএসএফ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ক্যাম্পে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।