তিন বছর পর হংকং সীমান্ত খুলে দেয়ার ঘোষণা চীনের

হংকং-এর সঙ্গে সীমান্ত খুলে দেয়ার ঘোষণা দিয়েছে চীন। তিন বছর ধরে মহামারির কারণে এই সীমান্ত বন্ধ ছিল। তবে রোববার চীনের মূল ভূখণ্ডের সঙ্গে আবারও যুক্ত হতে যাচ্ছে হংকং। এরফলে এখন থেকে বাধাহীনভাবেই হংকং-এর বাসিন্দারা চীনে প্রবেশ করতে পারবেন। তাদের কোনো কোভিড পরীক্ষা বা কোয়ারেন্টিনের ঝামেলা পোহাতে হবে না। এ খবর দিয়েছে আল-জাজিরা।

খবরে জানানো হয়, বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছে চীনের ‘হংকং ও ম্যাকাও দপ্তর’। এক বিবৃতিতে এই কড়াকড়ি তুলে নেয়ার কথা জানিয়েছে দপ্তরটি। তবে বলা হয়েছে, এখনও ৪৮ ঘণ্টার মধ্যে কোভিড নেগেটিভ পরীক্ষার সনদ প্রদর্শণ করে চীনে প্রবেশ করতে হবে হংকং-এর বাসিন্দাদের।

পাশাপাশি চীন থেকে হংকং-এ যাওয়ার ক্ষেত্রেও কোনো বাধানিষেধ আর থাকছে না। মহামারির পূর্বে বছরে ২৪ কোটি বার আসা-যাওয়া হতো মূল ভূখণ্ডের সঙ্গে। সেই সংখ্যা একেবারে কমে এসেছিল গত তিন বছরে।

তবে এখন আবার আগের মতো যোগাযোগ শুরু হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া আগামী ৮ই জানুয়ারি আন্তর্জাতিক সীমান্তও খুলে দেবে বেইজিং। বাধ্যতামূলক কোয়ারেন্টিন ছাড়াই চীনে যেতে পারবেন বিদেশিরা।