টেকনাফে সাড়ে ৫ কোটি টাকার ১ কেজি ৬৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল ভোররাতে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করে।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার (বিজিবিএম) বলেন, গতকাল ভোর রাতে খারাংখালী বিওপি’র বিআরএম-১৪ হতে আনুমানিক ৫০ গজ দক্ষিণে নাফ নদী দিয়ে মিয়ানমার হতে বাংলাদেশে মাদকদ্রব্য পাচারের গোপন সংবাদ পায়। ওই তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সদর এবং খারাংখালী বিওপি’র দুইটি টহলদল ওইস্থানে কয়েকটি উপদলে বিভক্ত হয়ে বেড়িবাঁধ এর আঁড়ালে কৌশলে অবস্থান গ্রহণ করে। এ সময় ভোর ৪টার দিকে টহলদল একজন ব্যক্তিকে মিয়ানমার হতে শূন্য লাইন অতিক্রম করে বেড়িবাঁধের দিকে আসতে দেখা যায়। উক্ত ব্যক্তিকে টহল দল চ্যালেঞ্জ করে খুব দ্রুত তার দিকে অগ্রসর হয়। কিন্তু বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী নাফ নদীর দিকে দৌড় দেয় এবং রাতের অন্ধকারের সুযোগে সাঁতার দিয়ে দ্রুত মিয়ানমারের অভ্যন্তরে নাফফোরা নামক দ্বীপের দিকে পালিয়ে যায়। পরে টহল দল উক্ত স্থানে পৌঁছে তল্লাশি চালিয়ে চোরাকারবারীর ফেলে যাওয়া লুঙ্গি দিয়ে বাঁধা একটি পোটলা উদ্ধার করে। ওই পোটলার ভিতর হতে ১ কেজি ৬৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা।











